রানিগঞ্জ, 10 জুন: একলহমায় মনে হবে কোনও সিনেমার শ্যুটিং চলছে ৷ পুলিশের এক উচ্চ আধিকারিক একা 7 জন সশস্ত্র ডাকাতের সঙ্গে লড়ছেন ৷ অস্ত্র বলতে তাঁর সম্বল শুধুই বন্দুক ৷ পুলিশের সেই আধিকারিকের বন্দুকের গুলিতে ঘায়েল হল গোটা ডাকাত দল ৷ রবিবার রানিগঞ্জের নামী সোনার দোকানে ডাকাতির ঘটনার সিসিটিভি-র ফুটেজে এই দৃশ্য সামনে এসেছে ৷
তাতে দেখা যাচ্ছে ডাকাতদের সঙ্গে জামুড়িয়া থানার শ্রীপুর ফাঁড়ির পুলিশ আধিকারিক (আইসি) মেঘনাদ মণ্ডলের রোমহর্ষক গুলিযুদ্ধের ছবি ৷ আইসি-র এই সাহসিকতার জন্য আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের সব উচ্চ আধিকারিকরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন ।
ঘটনা প্রসঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটরের ডিসি ধ্রুব দাস বলেন, "7 জন সশস্ত্র দুষ্কৃতীর সঙ্গে যেভাবে শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল একা লড়াই করেছেন এবং ডাকাত দলের পিছু ধাওয়া করেছেন সেটা যথেষ্ট প্রশংসার দাবি রাখে ৷" যদিও এই বিষয়ে মেঘনাদ মণ্ডল ক্যামেরার সামনে কিছু জানাতে চাননি ৷ তাঁর একটাই কথা "চোখের সামনে দুষ্কৃতীরা তাণ্ডব চালাচ্ছে দেখে পুলিশ হিসেবে নিজের দায়িত্বটুকু পালন করেছি ৷"