পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহরমপুরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর দেহ, গ্রেফতার বিশেষ বন্ধু - WOMAN MYSTERIOUS DEATH

গত 8 মাস বিশেষ বন্ধুর সঙ্গে বহরমপুরের ওই ভাড়া বাড়ির তিন তলায় থাকতেন তরুণী ৷ আদতে তিনি বেলডাঙার বাসিন্দা ৷ আগেও একবার বিয়ে হয়েছিল তাঁর।

WOMAN MYSTERIOUS DEATH
ভাড়া বাড়ি থেকে তরুণীর দেহ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2024, 5:34 PM IST

বহরমপুর, 15 নভেম্বর:ভাড়া বাড়ি থেকে উদ্ধার তরুণীর পচাগলা দেহ ৷ ভয়াবহ ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য বহরমপুরে। তরুণীর লিভ-ইন পার্টনারকে গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতকে শুক্রবার বহরমপুর জেলা আদালতে তোলা হলে, তাঁকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷

গত 8 মাস ধরে বহরমপুরের ওই ভাড়া বাড়ির তিন তলায় থাকতেন মৃত তরুণী ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেলডাঙার বাসিন্দা আফরিন সবনম (24) নামে ওই তরুণীর আগে একবার বিয়ে হয়েছিল ৷ 3 বছরের একটি কন্যা সন্তানও রয়েছে তাঁর ৷ স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে বাপের বাড়িতে রেখে বহরমপুরের ওই ভাড়া বাড়িতে থাকতেন ৷ সঙ্গে থাকতেন তাঁর বিশেষ বন্ধু ৷ বৃহস্পতিবার রাতে তরুণীর ঘর থেকে দুর্গন্ধ পেয়ে প্রতিবেশীরা স্থানীয় থানায় খবর দেন ৷

পুলিশ দরজা খুলতেই আঁতকে ওঠেন সকলে ৷ এরপর তরুণীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বহরমপুর মেডিক্যাল কলেজে হালপাতালে পাঠানো হয় ৷ পুলিশ জানিয়েছে, মৃতের পরিবার থেকে কোনও অভিযোগ দায়ের করা হয়নি ৷ তবে পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তের কাজ এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ৷

প্রথমে আটক করা হয় তরুণীর লিভ ইন পার্টনার ৷ প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷ শুক্রবার তাঁকে আদালত পেশ করে পুলিশ ৷ নিজেদের হেফজতে চেয়ে আদালতের কাছে আবেদন জানায় তারা ৷ এরপর ধৃতকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত ৷

বহরমপুর থানার আইসি উদয়শঙ্কর ঘোষ বলেন, "ঘটনায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। খুনের কারণ জানার চেষ্টা করা হচ্ছে ।" পুলিশের প্রাথমিক অনুমান, দু'জনের মধ্যে মনোমালিন্য থেকে সম্পর্কের অবনতি হয়। তার জেরেই খুন বলে অনুমান পুলিশের। ঘটনায় আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছে পুলিশ ৷

পড়ুন:ময়দানে উদ্ধার অজ্ঞাতপরিচয় ব্যক্তির দেহ, তদন্তে লালবাজার

ABOUT THE AUTHOR

...view details