পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কড়া পদক্ষেপ লালবাজারের! অপসারিত আরজি করের দায়িত্বে থাকা এসিপি - RG Kar Doctor Rape and Murder - RG KAR DOCTOR RAPE AND MURDER

Police Commissioner of Kolkata takes strong step: আরজি করের ঘটনায় শেষমেশ কড়া পদক্ষেপ নিল কলকাতা পুলিশ । তরুণী চিকিৎসকের মৃত্যুর দিনে হাসপাতালের দায়িত্বে থাকা এসিপিকে সরিয়ে দেওয়া হল।

Police Commissioner of Kolkata
কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 11, 2024, 8:45 PM IST

Updated : Aug 11, 2024, 9:03 PM IST

কলকাতা, 11 অগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ । শুক্রবার রাতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের অ্যাসিট্যান্ট কমিশনারকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় এলেন আরেকজন। রবিবারই কড়া পদক্ষেপ নিল লালবাজার। এদিন বিকেলে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল । সেখানে গিয়ে হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি । আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের বেশ কিছু দাবিও মেনে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । প্রায় চার ঘন্টা হাসপাতালে ছিলেন কমিশনার। তদন্ত কতদূর হল তা খতিয়ে দেখেন তিনি। বেরোনোর সময় তদন্ত প্রক্রিয়া নিয়ে সকলকে আশ্বস্ত করেন তিনি।

অন্যদিকে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে । তবে এই ঘটনার সঙ্গে আরও কম করেও দু থেকে তিন জন জড়িত বলেই মনে করছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা । পুলিশের তরফে অবশ্য এ বিষয়ে কোনও বক্তব্য প্রকাশ্যে আনা হয়নি । উলটে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কলকাতা পুলিশের কমিশনার বলেন, "কেউ কোনওরকম গুজবে কান দেবেন না ।"

তিনি আরও বলেন, "অনেক কিছু চারিদিকে ছড়িয়ে পড়েছে। অনেকে বলছে একজন নয় আরও বেশ কিছু জন দোষী রয়েছে। ওকে লুকানোর চেষ্টা চলছে। আমি বলব গুজবে কান দেবেন না। কলকাতা পুলিশ স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করছে। পড়ুয়াদের আমরা বলব, যদি কেউ এই ঘটনার সঙ্গে জড়িত আছে বলে আপনাদের সন্দেহ হয় তাহলে আমাদে জানাতে পারেন। " এর জন্য একটি হেল্প লাইন নাম্বার ও চালু করা হবে বলে জানান তিনি ।এদিকে, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করার পর আশাবাদী চিকিৎসক পড়ুয়ারাও । তাঁদের কথায়, এই বৈঠক সদর্থক । কিন্তু আমাদের আন্দোলন থামবে না । কর্ম বিরতি নিয়ে আমরা যে পরিকল্পনা করেছি তার থেকে সরে আসছি না ।"

এদিকে, কলকাতার পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করার পর আশাবাদী চিকিৎসক পড়ুয়ারাও । তাঁদের কথায়, এই বৈঠক সদর্থক । কিন্তু আমাদের আন্দোলন থামবে না । কর্ম বিরতি নিয়ে আমরা যে পরিকল্পনা করেছি তার থেকে সরে আসছি না ।" কলকাতা পুলিশের তরফেও পড়ুয়াদের তদন্তের অগ্রগতি সম্পর্কে জানানো হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে । আগামিকাল ফরেনসিক চিকিৎসকদের সঙ্গে কলকাতা পুলিশ বৈঠক করবে বলে জানা গিয়েছে।

Last Updated : Aug 11, 2024, 9:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details