কলকাতা, 11 অগস্ট: আরজি কর হাসপাতালের ঘটনায় কড়া পদক্ষেপ নিল পুলিশ । শুক্রবার রাতে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা কলকাতা পুলিশের অ্যাসিট্যান্ট কমিশনারকে সরিয়ে দেওয়া হল। তাঁর জায়গায় এলেন আরেকজন। রবিবারই কড়া পদক্ষেপ নিল লালবাজার। এদিন বিকেলে হাসপাতালে যান কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল । সেখানে গিয়ে হাসপাতালে আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন তিনি । আন্দোলনরত চিকিৎসক পড়ুয়াদের বেশ কিছু দাবিও মেনে নেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর । প্রায় চার ঘন্টা হাসপাতালে ছিলেন কমিশনার। তদন্ত কতদূর হল তা খতিয়ে দেখেন তিনি। বেরোনোর সময় তদন্ত প্রক্রিয়া নিয়ে সকলকে আশ্বস্ত করেন তিনি।
অন্যদিকে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের অভিযোগে একজনকে গ্রেফতার করা হয়েছে । তবে এই ঘটনার সঙ্গে আরও কম করেও দু থেকে তিন জন জড়িত বলেই মনে করছেন আন্দোলনরত চিকিৎসক পড়ুয়ারা । পুলিশের তরফে অবশ্য এ বিষয়ে কোনও বক্তব্য প্রকাশ্যে আনা হয়নি । উলটে হাসপাতাল চত্বরে দাঁড়িয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় কলকাতা পুলিশের কমিশনার বলেন, "কেউ কোনওরকম গুজবে কান দেবেন না ।"