নরেন্দ্রপুর (দক্ষিণ 24 পরগনা), 16 জানুয়ারি: উত্তর দিনাজপুরের ইসলামপুরের পর এবার দক্ষিণ 24 পরগনার নরেন্দ্রপুর ৷ ফের পুলিশকর্মীর উপর হামলার অভিযোগ উঠেছে অভিযুক্তদের বিরুদ্ধে ৷ ইসলামপুরে অভিযুক্তের ছোড়া গুলিতে আহত হন দুই পুলিশকর্মী ৷ আর নরেন্দ্রপুরে ধারালো অস্ত্র দিয়ে এক পুলিশকর্মীকে কোপানো হয় ৷
তবে দু’টি ঘটনার মধ্যে পার্থক্য দুটো ৷ ইসলামপুরে প্রিজন ভ্যানে বসেই অভিযুক্ত গুলি চালায় বলে অভিযোগ ৷ আর নরেন্দ্রপুরে অভিযুক্তদের গ্রেফতার করতে গিয়ে পুলিশকে আক্রমণের মুখে পড়তে হয় বলে অভিযোগ উঠেছে ৷ এছাড়া ইসলামপুরে পলাতক অভিযুক্ত ৷ কিন্তু নরেন্দ্রপুরের ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করেছে পুলিশ ৷
নরেন্দ্রপুরের ঘটনায় যিনি আহত হয়েছেন, তাঁর নাম শান্তনু ব্যাধ ৷ তিনি নরেন্দ্রপুর থানায় সাব ইনস্পেক্টর হিসেবে কর্মরত ৷ নরেন্দ্রপুর থানা বারুইপুর পুলিশ জেলার অধীনস্থ ৷ সেখানকার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি বৃহস্পতিবার বলেন, ‘‘ওয়ারেন্ট ছিল ৷ সেই কারণেই তল্লাশি অভিযানে যাওয়া হয় ৷ তার পর অভিযুক্তদের আক্রমণে এক এসআই (সাব ইনস্পেক্টর) সামান্য আহত হন ৷ অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে ৷’’
পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, 2022 সালের একটি শ্লীলতাহানির মামলায় অভিযুক্ত নীলরতন পাল (75), সৌম্য পাল ওরফে বাবু (23) এবং শ্যামল পাল (41) ৷ তাঁরা নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া আর্যনগরের বাসিন্দা ৷ তাঁদের বিরুদ্ধে আদালত থেকে গ্রেফতারি পরোয়ানা ইস্যু করা হয় ৷
আদালতের নির্দেশ মেনে বুধবার রাতে গড়িয়া আর্যনগরে যায় নরেন্দ্রপুর থানার চারজন পুলিশকর্মী ৷ অভিযোগ, ঘটনাস্থলে যেতেই চার পুলিশকর্মীর উপর ঝাঁপিয়ে পড়ে অভিযুক্তরা ৷ ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয় ৷ তখনই শান্তনু ব্যাধ নামে ওই পুলিশকর্মী আহত হন ৷ বাকিরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান ৷