কলকাতা, 27 ফেব্রুয়ারি: সকাল হতেই ফের উত্তপ্ত সায়েন্স সিটি চত্বর ৷ মঙ্গলবার সকালে সায়েন্স সিটি হয়ে সন্দেশখালি যাচ্ছিলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ৷ সেখানে তাঁকে আটকে দেয় কলকাতা পুলিশ ৷ পরে তাঁকে গ্রেফতার করা হয় ৷ এই সায়েন্স সিটি হয়ে বাসন্তী হাইওয়ে ধরে সোজা ধামাখালি এবং সেখান থেকে সন্দেশখালি যাওয়ার রাস্তা ৷ সেই রাস্তা দিয়েই নওশাদ সন্দেশখালি যাচ্ছিলেন ৷ তার আগেই নওশাদকে প্রথমে আটক ও পরে গ্রেফতার করে পুলিশ ৷ তাঁর কাছে সন্দেশখালিতে প্রবেশের অনুমতি বিষয়ক কোনও কাগজপত্র ছিল না ৷
পুলিশ নওশাদের পথ আটকালে, পুলিশের সঙ্গে তাঁর বাদানুবাদ বাধে ৷ পুলিশের তরফ থেকে বলা হয় সেখানে 144 ধারা রয়েছে ৷ ফলে নওশাদকে ভিতরে প্রবেশ করতে দিতে পারবে না পুলিশ ৷ এরপরেই নওশাদ সিদ্দিকীর সঙ্গে পুলিশের বচসা চরমে পৌঁছয় ৷ একটা সময় সিদ্দিকীকেই বলতে দেখা যায়, "আমি সন্দেশখালি যাব ৷" অন্যদিকে পুলিশের তরফ থেকে বলা হয়, তিনি সন্দেশখালি যেতে পারবেন না ৷ এরপরই তাঁকে গ্রেফতার করে পুলিশ ৷
এর মধ্যেই সিদ্দিকীর দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের সঙ্গে পুলিশ কর্মীদের বাদানুবাদ বাধে ৷ এই ধুন্ধুমার কাণ্ডের মধ্যে সকাল ৯টা নাগাদ সিদ্দিকীকে প্রিজন ভ্যানে তুলে সেখান থেকে তাঁকে লালবাজারে নিয়ে যাওয়া হয় ৷ রাজ্য পুলিশ সূত্রে খবর, সন্দেশখালির বিভিন্ন জায়গায় এখনও পর্যন্ত 144 ধারা মোতায়েন রয়েছে ৷ ফলে সেখানে নতুন করে কোনও অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, তার জন্য তৎপর রাজ্য পুলিশ ৷
রাজ্য পুলিশের তরফ থেকে কলকাতা পুলিশে আগে থেকেই জানানো হয়েছিল, যে সন্দেশখালি ঢোকার এন্ট্রি-এক্সিট পয়েন্টগুলিতে যেন পুলিশকর্মী মোতায়েন করা থাকে ৷ মঙ্গলবার সাকলে সায়েন্স সিটিতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী আসতে পারেন ৷ এই খবর পেয়ে সেখানে প্রচুর পুলিশকর্মী হাজির ছিলেন ৷ এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নওশাদের কাছে কোনও কাগজপত্র ছিল না ৷ অর্থাৎ সন্দেশখালিতে প্রবেশের অনুমতিপত্র না-থাকায় সন্দেশখালিতে তাঁকে ঢুকতে বাধা দেওয়া হয়েছে ৷ যদিও এই বিষয়ে সিদ্দিকী বলেন, "আমি সন্দেশখালির মানুষের সঙ্গে কথা বলতে যাচ্ছি ৷ আর সেই সময় পুলিশ আমাকে আটকেচ্ছে ৷"
আরও পড়ুন:
- তৃণমূল কর্মী খুনে অভিযুক্ত নওশাদের আগাম জামিন মঞ্জুর হাইকোর্টে
- 'মুখ্যমন্ত্রী না চাইলে শাহজাহান গ্রেফতার হবেন না', তীব্র আক্রমণ নওশাদের
- 'জীবনে সন্দেশখালি দেখিনি, আমি পিংলার বিধায়ক', অজিত মাইতি নামের বিভ্রাটে জড়ালেন বিধায়ক