মুর্শিদাবাদ, 18 জুলাই:পুলিশি তৎপরতায় উদ্ধার হল বিপুল পরিমাণ ফেনসিডিলের বোতল ৷ এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দু'জনকে ৷ বৃহস্পতিবার সকালে 5 হাজার ফেনসিডিলের বোতল বাজেয়াপ্ত করে পুলিশ ৷ এদিন এই বোতলগুলি মুর্শিদাবাদের ইসলামপুর থানার অন্তর্গত বহরমপুর করিমপুর রাজ্য সড়কের ইসলামপুর টোল গেট এলাকায় পাওয়া যায় ৷ একটি পণ্যবাহী ট্রাক থেকে বাজেয়াপ্ত হয়েছে বিপুল পরিমাণ এই কাশির সিরাপ ৷
ফেনসিডিল বাংলাদেশে পাচারের ছক, বাজেয়াপ্ত 5 হাজার বোতল; গ্রেফতার 2 - Phensedyl Seized in Murshidabad
Phensedyl Seized: উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশে পাচারের আগে উদ্ধার হল 5 হাজার বোতল মাদক ৷ উদ্ধার হওয়া মাদকের মূল্য প্রায় 20 লক্ষ টাকার বেশি ৷ আন্তর্জাতিক পাচার চক্রের যোগ থাকতে পারে ৷
Published : Jul 18, 2024, 10:22 PM IST
পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতদের নাম মিঠুন দাস এবং মনিরুল ইসলাম ৷ আগে থেকেই ইসলামপুর থানার পুলিশের কাছে এই কাশির সিরাপ পাচারের খবর ছিল ৷ সেইমতো ইসলামপুর টোল গেট এলাকায় অপেক্ষা করছিল স্থানীয় থানার পুলিশ ৷ একটি পণ্যবাহী ট্রাক টোল গেট এলাকায় পৌঁছলে ট্রাকটিতে তল্লাশি চালায় পুলিশ ৷ সেই সময়েই ওই পণ্যবাহী ট্রাক থেকে 5 হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করে ইসলামপুর থানার পুলিশ, যার আনুমানিক বাজার মূল্য 20 লক্ষ টাকারও বেশি ৷
বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ডোমকল মহকুমার এসডিপিও এবং ডোমকল সিআই ৷ ফেনসিডিল বোঝাই ট্রাকটিকে বাজেয়াপ্ত করে পুলিশ ৷ পাশাপাশি ট্রাকে থাকা চালক ও খালাসি দু’জনকে গ্রেফতার করে ইসলামপুর থানায় নিয়ে যাওয়া হয় ৷ পুলিশ ধৃতদের জিজ্ঞেসাবাদ করে জানতে পারে, ফেনসিডিলের বোতলগুলি বাংলাদেশে পাচারের ছক ছিল ৷ সেগুলি উত্তরপ্রদেশ থেকে নিয়ে আসা হচ্ছিল ৷ ধৃতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ ৷ এই ঘটনায় আর কেউ জড়িত আছে কি না, তা জানার চেষ্টা করছে পুলিশ আধিকারিকরা ৷ ধৃতরা আন্তর্জাতিক পাচার চক্রের সঙ্গে যুক্ত কি না, তাও তদন্ত করে দেখছে পুলিশ ৷