হাওড়া, 25 জুলাই:পুলিশের তৎপরতায় টোলপ্লাজাতেই ভেস্তে গেল বিপুল পরিমাণ গাঁজা পাচারের ছক ৷ গোপনসূত্রে খবর পেয়ে বুধবার ভোরে হাওড়ার ধুলাগড় টোল প্লাজা থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে সাঁকরাইল থানার পুলিশ। গ্রেফতার চালক ৷
গোপন সূত্রে আগে থেকেই পুলিশের কাছে খবর ছিল টোলপ্লাজা দিয়ে গাঁজা পাচার হতে পারে ৷ সেই মতোই টোলপ্লাজায় টহলদারি চলছিল পুলিশের ৷ বুধবার ভোর 8টে 30মিনিট নাগাদ ধুলাগড় টোল প্লাজার সামনে একটি মুরগিবোঝাই গাড়িকে দাঁড় করান কর্তব্যরত পুলিশ অধিকারিকরা। এরপরই গাড়িতে তল্লাশি শুরু করে ৷ গাড়ির ভিতরে থাকা লুকানো জায়গা থেকে 99টি প্যাকেট উদ্ধার করে পুলিশ। মোট 235কেজি গাঁজা উদ্ধার করা হয়। চালককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ ৷
হাওড়া স্টেশন থেকে উদ্ধার হওয়া গাঁজা ও দুই অভিযুক্ত (নিজস্ব চিত্র) পুলিশি জেরায় চালক জানায় গাড়ির মালিকের নাম সুদীপ কুমার মোদি। সে হুগলির রিষড়ার বাসিন্দা ৷ এরপরই গাড়ির চালক বনগাঁর বাসিন্দা ইলিয়াস মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে পুলিশ আধিকারিকরা জানতে পারেন ওই বিপুল পরিমাণ গাঁজা দিঘা থেকে চাকদা নিয়ে যাওয়া হচ্ছিল। প্যাকেটগুলো সেখানেই রাজু মণ্ডল নামে একজনের হাতে দেওয়ার কথা ছিল ৷ উদ্ধার হওয়া গাঁজা-সহ গাড়িটিকে বাজেয়াপ্ত করা হয়েছে ।
পুলিশ সূত্রে খবর অবৈধ মাদক সরবরাহের অভিযোগে নির্দিষ্ট ধারায় গাড়ির চালক ও রাজু মণ্ডলের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ৷ ধৃতকে হেফাজতে নিয়ে আরও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেই জানা যাচ্ছে। ঘটনার সঙ্গে আন্তঃরাজ্য ও আন্তর্জাতিক মাদক পাচার চক্রের যোগ আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা তাও খতিয়ে দেখা হবে বলেই জানানো হয়েছে সাঁকরাইল থানার পুলিশ সূত্রে।
এদিকে, সোমবার হাওড়া আরপিএফের ও কর্মীদের গাঁজা-সহ দুই মহিলাকে গ্রেফতার করে ৷ সন্দেহ জনকভাবে ওই দুই মহিলা সাবওয়ে দিক থেকে একাধিক ভারী ট্রলি নিয়ে হাওড়া স্টেশনে প্রবেশ করেন। তাদের চলাফেরা সন্দেহজনক হওয়াতেই আরপিএফ দলটি তাদের অনুসরণ করে ৷ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করতে শুরু করেন। জিজ্ঞাসাবাদে দুই মহিলা জানায়, তাদের ট্রলিগুলিতে গাঁজা রয়েছে। সেগুলি বাজেয়াপ্ত করেন আরপিএফ জওয়ানরা ৷ তাদেরকে গ্রেফতার করেন ৷ ধৃতদের কাছ থেকে 65 কেজি গাঁজা উদ্ধার হয়েছে । ধৃতদের আইনি ব্যবস্থার জন্য নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) এর হাতে তাদের তুলে দেওয়া হয়।