পশ্চিমবঙ্গ

west bengal

রানিগঞ্জ ডাকাতিকাণ্ডে বিহার যোগ, ঝাড়খণ্ড থেকে গ্রেফতার কুখ্যাত সূরজ সিং - Raniganj Robbery Case

By ETV Bharat Bangla Team

Published : Jun 10, 2024, 7:54 PM IST

Raniganj Robbery: রাতভর তল্লাশি শেষে গ্রেফতার হয় অভিযুক্ত এক দুষ্কৃতী সূরজ সিং ৷ পলাতক বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷ ধৃতকে জিজ্ঞাসাবাদে বাকিদের খোঁজ মিলবে বলে দাবি পুলিশের ৷

Raniganj News
ধৃত সুরজ সিংকে নিয়ে যাওয়া হচ্ছে (নিজস্ব ছবি)

আসানসোল, 10 জুন: রানিগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনায় বিহারের কুখ্যাত দুষ্কৃতী সূরজ সিং'কে গ্রেফতার করল আসানসোল-দুর্গাপুর পুলিশ। ঝাড়খণ্ড পুলিশের সহায়তায় গিরিডির কাছে সরিয়া জঙ্গলের ভিতরে ছিনতাই করা চারচাকা গাড়ি থেকে গ্রেফতার করা হয় সূরজ সিংকে । যদিও তার বাকি সঙ্গীরা পালিয়ে যায়। ধৃতকে ঝাড়খণ্ড থেকে এনে সোমবার দুপুরে আসানসোল আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।

রবিবার রানিগঞ্জের অভিজাত সোনার দোকানে ছয় থেকে সাতজন দুষ্কৃতী আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে । এরপর সেখানে লুটপাঠ চালাতে শুরু করে । এরই মাঝে খবর পেয়ে জামুড়িয়া থানা শ্রীপুর ফাঁড়ির আইসি মেঘনাদ মণ্ডল ঘটনাস্থলে পৌঁছে যান এবং একা দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই চালাতে থাকেন ।

যদিও দুষ্কৃতীরা এলোপাথাড়ি গুলি ছুড়তে ছুড়তে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় । আইসি তাদের পিছু ধাওয়া করতেই দুষ্কৃতীরা আসানসোলের মহিশীলা এলাকায় ঢুকে এক গাড়ি চালককে গুলি করে তার চারচাকা গাড়ি নিয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ এক দুষ্কৃতী ছাড়াও 4 জন পালিয়েছিল ওই গাড়িতে। এরপর পুলিশ বিভিন্ন এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে গাড়িটির গতিবিধি জানার চেষ্টা করে। ঝাড়খন্ড পুলিশেরও সহায়তা নেওয়া হয় ।

শেষ পর্যন্ত জানা যায় ঝাড়খণ্ডের গিরিডিতে গাড়িটিকে দেখা গিয়েছে । এরপর ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাদের সহযোগিতা নিয়ে গিরিডির সরিয়া জঙ্গলের ভিতরে থাকা গাড়ি থেকে সূরজ সিং নামে কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ । যদিও বাকি তিন দুষ্কৃতী সেখান থেকে পালিয়ে গিয়েছে ।

রানিগঞ্জ থানার পুলিশ জানিয়েছে সূরজকে জিজ্ঞাসাবাদ করলেই বাকিদের খোঁজে মিলবে । পুলিশ সূত্রে খবর, সূরজ বিহারের গোপালগঞ্জের বাসিন্দা । ধৃতের বিরুদ্ধে ছিনতাই লুট, খুন ও আগ্নেয়াস্ত্র রাখা-সহ বিভিন্ন ধরনের অভিযোগ রয়েছে। বিহারের কুখ্যাত দুষ্কৃতী বলে চিহ্নিত এই সুরজ সিং। পুলিশের আশা সুরজকে জিজ্ঞাসাবাদ করলে এই ডাকাত দলটির পুরো চক্রটিকে ধরা যাবে ।

ABOUT THE AUTHOR

...view details