বংশীহারি, 31 অক্টোবর: বংশীহারির ব্যবসায়ী হত্যা রহস্য নতুন মোড় । ঘটনায় যুক্ত মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ । ঘটনায় আগেই এলাকার বাসিন্দা স্বরূপ সরকারকে গ্রেফতার করেছিল পুলিশ । তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাকিদের খোঁজ করছিল । তাকে জিজ্ঞাসাবাদ করে এই ঘটনার মূল মাথা সুব্রত খান সম্বন্ধে জানতে পারে পুলিশ ৷
এরপর তার মোবাইল টাওয়ার লোকেশন দেখে বিহারের কাটিহার থেকে গ্রেফতার করে বংশীহারি থানার পুলিশ । তদন্তকারীরা জানিয়েছেন, 14 অক্টোবর ধুমসা দীঘি এলাকায় সুদ ব্যবসায়ী মিঠুন চক্রবর্তীকে নৃশংসভাবে খুন করে দুষ্কৃতীরা । ঘটনার পর থেকেই বিহারের কাটিহারে গা ঢাকা দিয়েছিল সে । মহকুমা আদালত তার চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে ।