পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বহু গাড়ি আত্মসাৎ ! পুলিশের জালে ভুয়ো মহিলা আইনজীবী - Fake woman lawyer arrested - FAKE WOMAN LAWYER ARRESTED

Fake woman lawyer arrested: বহু গাড়ি আত্মসাৎ করার অভিযোগে বংশীহারী থেকে গ্রেফতার করা হল এক মহিলাকে ৷ তিনি নিজেকে আইনজীবী হিসেবে ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা জাল সাজিয়েছিলেন বলে অভিযোগ ৷

ETV BHARAT
পুলিশের জালে ভুয়ো মহিলা আইনজীবী (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jun 7, 2024, 5:23 PM IST

Updated : Jun 7, 2024, 8:03 PM IST

বংশীহারী, 7 জুন: আইনজীবী পরিচয় দিয়ে একাধিক গাড়ি আত্মতাতের অভিযোগ উঠল এক মহিলার বিরুদ্ধে । প্রতারণার অভিযোগ তুলে গতকাল রাতেই দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এলাকার 50-60 জন গাড়ির মালিক । সেই অভিযোগের ভিত্তিতে ওই মহিলাকে গ্রেফতার করে পুলিশ ৷ শুক্রবার ধৃত মহিলাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় ।

পুলিশের জালে ভুয়ো মহিলা আইনজীবী (নিজস্ব ভিডিয়ো)

এদিকে, গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পরিষ্কার ভাবে জানানো হয়েছে যে, ওই মহিলা আইনজীবী নন এবং বার অ্যাসোসিয়েশনের কোনও সদস্যও নন । পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গঙ্গারামপুর মহকুমা পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য ।

জানা গিয়েছে, আইনজীবী পরিচয় দিয়ে গঙ্গারামপুর থানার প্রায় 75 থেকে 80 জনের কাছ থেকে মাসিক চুক্তিতে গাড়ি ভাড়া নেন ওই মহিলা । পরবর্তীতে কয়েকজন মালিককে মাসিক চুক্তিতে গাড়ি ভাড়ার টাকা দিলেও অনেক গাড়ির মালিককেই তিনি টাকা দেননি বলে অভিযোগ । দীর্ঘদিন ধরে তাঁদের টাকার জন্য ওই মহিলা ঘোরাতে থাকেন বলে অভিযোগ । ধৃত মহিলার নাম শ্রাবণী সাহা । গতকাল গাড়ির মালিকদের সব টাকা পরিশোধ করবেন বলে সকলকে গঙ্গারামপুর মহকুমা আদালতে আসতে বলেন শ্রাবণী । তবে গাড়ির মালিকরা আসার পরও তাঁদেরকে টাকা না-দেওয়ায় এনিয়ে অভিযোগ জানানো হয় বংশীহারী থানায় । এবং শ্রাবণীকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় ।

এদিন ওই মহিলাকে গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলা হয় । এদিকে গাড়ির মালিকরা তাদের বকেয়া টাকা ফেরত পাবে কি না তা নিয়ে তাঁরা ধন্দে রয়েছেন ৷ সমস্ত ঘটনা খতিয়ে দেখছে বংশীহারী থানার পুলিশ ৷

এই বিষয়ে গাড়ির মালিক রিয়া খাদ আলি জানান, "আমার গাড়ি কোর্টের উকিলের জন্য ভাড়া নিয়েছিল ওই মহিলা । পরবর্তীতে আমি জানতে পারি আমার গাড়ি বুনিয়াদপুর পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের একটি নার্সিংহোমের মালিক গাড়িটি চালাচ্ছে। নার্সিংহোম কর্তৃপক্ষ জানায়, তাঁর গাড়িটি বন্ধক দেওয়া হয়েছে । গাড়ির মালিক আমি, আমি বন্ধক দিতে পারি ৷ কিন্তু অন্য একজন কীভাবে আপনাকে আমার গাড়ি বন্ধক দেয় । এই নিয়ে তর্ক-বিতর্ক হতে হতে নার্সিংহোমের মালিক জানায়, বেশি বাড়াবাড়ি করলে তাঁর গাড়িটি বিহারে বেচে দেওয়া হবে এবং প্রাণে মারার হুমকিও দেন তিনি । ওই মহিলাকে আমি টাকার জন্য বহুবার ফোন করলেও আমাকে ঠিকমতো টাকা দেয় না । আমি ওই মহিলার কথামতো গঙ্গারামপুর মহকুমা আদালতে এলে দেখতে পাই আমার মতো এরকম প্রচুর গাড়ির মালিকের গাড়ি নিয়েছে । আমি ওই মহিলার শাস্তি চাই ।"

এই বিষয়ে বুনিয়াদপুরে অবস্থিত গঙ্গারামপুর মহকুমা আদালতের বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি রঞ্জন মিত্র জানান, "এই ঘটনা আমি শুনেছি। আমি শুনেছি ওই মহিলা আইনজীবী পরিচয় দিয়েছেন । কিন্তু তিনি কোনও আইনজীবী নন । আমরা শুনেছি অনেকদিন থেকে ওই মহিলা কোট চত্বরে বসে ব্যবসা করছে। কোর্ট চত্বরে যে সমস্ত দালাল রাজ চলছে , তাদেরকে আমরা আদালতের ভেতরে প্রবেশ করতে দেব না ৷ তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব ।"

এই বিষয়ে গঙ্গারামপুর মহকুমার পুলিশ আধিকারিক দীপাঞ্জন ভট্টাচার্য জানান, শ্রাবণী সাহা নামে একজন মহিলাকে গ্রেফতার করা হয়েছে । গঙ্গারামপুর থানা এলাকার সুভাষপল্লি এলাকায় তাঁর বাড়ি । ওই মহিলার বিরুদ্ধে প্রতারণার মামলা করা হয়েছে । ওই মহিলা প্রচুর লোকের কাছ থেকে গাড়ি নিয়ে সেই সমস্ত গাড়ি বাইরে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ । বিভিন্ন লোকজন ওই মহিলার নামে বংশীহারী থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন । অভিযোগের ভিত্তিতে মহিলাকে গ্রেফতার করা হয় । আজকে গঙ্গারামপুর মহকুমা আদালতের তোলা হয় ওই মহিলাকে। এই মহিলার সঙ্গে আরও কেউ যুক্ত আছে নাকি সেই সমস্ত বিষয় খতিয়ে দেখা হচ্ছে ।

Last Updated : Jun 7, 2024, 8:03 PM IST

ABOUT THE AUTHOR

...view details