পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে শহরে রোড-শো মোদির, যেতে পারেন সারদা মায়ের বাড়ি - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Narendra Modi: আজ সন্ধেয় কলকাতায় রোড শো প্রধানমন্ত্রীর ৷ তার আগে বারাসতে জনসভা করবেন মোদি ৷ যাবেন যাদবপুর কেন্দ্রে বিজেপি প্রার্থীর প্রচারেও ৷

Narendra Modi
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 28, 2024, 8:17 AM IST

কলকাতা, 28 মে: কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলবার তিলোত্তমায় রোড-শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মোদির রোড-শো শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। সবমিলিয়ে নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এই রোড-শো ৷ এদিন সন্ধে ছ'টা থেকে প্রধানমন্ত্রীর এই রোড শো শুরু হওয়ার কথা আছে। তার আগে বিকেলে বাগবাজারে সারদা মায়ের বাড়িও পরিদর্শন করারও কথা রয়েছে তাঁর ৷ প্রধানমন্ত্রীর রোড শো'য়ের আগে সোমবার রাতে প্রস্তাবিত প্রধানমন্ত্রীর রোড শো-এর ওই এলাকা পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারের বক্তব্য (ইটিভি ভারত)

ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শহর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। যার ফলে সপ্তাহের প্রথম দিনসারা শহর কার্যত জলমগ্ন অবস্থায় ছিল। ঘূর্ণিঝড় রেমালের জেরে একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ৷ যদিও সোমবার সন্ধেয় শহরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই মঙ্গলবার শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর রোড শো'য়ের প্রস্তাবিত রুটে যাতে কোনও সমস্যা না-হয়, সেই বিষয়টি খতিয়ে দেখেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেন, "সোমবার বৃষ্টির জন্য কাজ খুব একটা হয়নি। অনেকটা কাজ বাকি রয়েছে। মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না বলেই হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। ফলে আমাদের কাজ এগিয়ে যাবে।"

আরও পড়ুন:1 জুন ইন্ডিয়া জোটের বৈঠক, থাকছেন না মমতা!

একইসঙ্গে পুলিশের তরফে একাধিক বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন রাজ্য বিজেপি সভাপতি। তাঁর কথায়, "এই রাজ্যে পুলিশ সহযোগিতা করবে না, তা আমরা জানি। এটা আশা করা মানে অরণ্যে রোদন। আমাদের মঞ্চ বানাতে বাধা দিয়েছে পুলিশ। এছাড়াও আরও বিভিন্ন কাজে বাধা দেওয়া হয়েছে। তাও আমরা আমাদের কাজ চালিয়ে যাব।" প্রসঙ্গত, মঙ্গলবার প্রথমে বারাসাতে যাবেন প্রধানমন্ত্রী। ওই কেন্দ্রের অশোকনগরে হরিপুরের মাঠে দুপুর আড়াইটে নাগাদ বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে জনসভা করবেন প্রধানমন্ত্রী মোদি। সেখান থেকে তিনি আসবেন যাদবপুর কেন্দ্রের বারুইপুরের সাগর সংঘ মাঠে। সেখানে বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের হয়ে বিকাল চারটের সময় সভা করবেন তিনি। তারপর উত্তর কলকাতায় বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে রোড শো প্রধানমন্ত্রীর।

আরও পড়ুন:প্রধানমন্ত্রীর ভাষা কি এটা হওয়া উচিত ? মোদির 'মুজরো' মন্তব্যে কটাক্ষ তেজস্বীর

ABOUT THE AUTHOR

...view details