কলকাতা, 28 মে: কলকাতা উত্তরের প্রার্থী তাপস রায়ের সমর্থনে মঙ্গলবার তিলোত্তমায় রোড-শো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শ্যামবাজার পাঁচমাথার মোড়ে নেতাজী মূর্তির পাদদেশ থেকে শুরু হয়ে মোদির রোড-শো শেষ হবে সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ির সামনে। সবমিলিয়ে নেতাজি-স্বামীজি আবেগে শান দিয়ে অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রীর এই রোড-শো ৷ এদিন সন্ধে ছ'টা থেকে প্রধানমন্ত্রীর এই রোড শো শুরু হওয়ার কথা আছে। তার আগে বিকেলে বাগবাজারে সারদা মায়ের বাড়িও পরিদর্শন করারও কথা রয়েছে তাঁর ৷ প্রধানমন্ত্রীর রোড শো'য়ের আগে সোমবার রাতে প্রস্তাবিত প্রধানমন্ত্রীর রোড শো-এর ওই এলাকা পরিদর্শন করেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার।
ঘূর্ণিঝড় রেমালের জেরে রবিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত শহর কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়। যার ফলে সপ্তাহের প্রথম দিনসারা শহর কার্যত জলমগ্ন অবস্থায় ছিল। ঘূর্ণিঝড় রেমালের জেরে একাধিক রাজনৈতিক কর্মসূচি বাতিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দল ৷ যদিও সোমবার সন্ধেয় শহরে তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে রোড-শো করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এরপরই মঙ্গলবার শহরে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর প্রধানমন্ত্রীর রোড শো'য়ের প্রস্তাবিত রুটে যাতে কোনও সমস্যা না-হয়, সেই বিষয়টি খতিয়ে দেখেন বিজেপি রাজ্য সভাপতি। সুকান্ত মজুমদার বলেন, "সোমবার বৃষ্টির জন্য কাজ খুব একটা হয়নি। অনেকটা কাজ বাকি রয়েছে। মঙ্গলবার আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হবে না বলেই হাওয়া অফিস থেকে জানা যাচ্ছে। ফলে আমাদের কাজ এগিয়ে যাবে।"