ঘাটাল, 13 মে: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তোলপাড় রাজ্য রাজনীতি ৷ এই আবহে অর্থের বিনিময় চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল ঘাটালের তৃণমূল সাংসদ দেবের আপ্ত সহায়কের বিরুদ্ধে ৷ থানায় অভিযোগ না-নেওয়ায় ইমেল মারফত জেলা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন প্রতারিত ব্যক্তি ৷ যদিও অভিযোগকারীকে চেনেন না বলে জানিয়েছেন অভিযুক্ত রামপদ মান্না ৷ গোটা বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী দেবের বিরুদ্ধে আক্রমণ শানালেন বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় ৷ অন্যদিকে, তাঁর দিকে আঙুল উঠতেই তৃণমূল প্রার্থী স্পষ্ট জানিয়েছেন, "দোষ করলে শাস্তি পাবে" ৷
চন্দ্রকোনার ক্ষীরপাই পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের টেলিবাজার এলাকার বাসিন্দা গঙ্গেশ সাঁতরা । রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে আশা কর্মীর পদে চাকরিতে ইন্টারভিউয়ের জন্য ডাক পান তাঁর মেয়ে ৷ পরীক্ষাতেও বসেছেন তিনি ৷ অভিযোগ, এরপর দেবের আপ্ত সহায়ক রামপদ মান্নার এজেন্ট মারফত 3 লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়ার প্রস্তাব আসে তাঁর কাছে ৷ কিছুটা দামদর করার পর টাকা দিতে রাজি হন গঙ্গেশ ৷ ইতিমধ্যে রামপদকে 1 লক্ষ 80 হাজার টাকা দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি ৷ কিন্তু এখনও পর্যন্ত সেই চাকরি হয়নি বলে জানান গঙ্গেশ ৷ অন্যদিকে চাওয়া হলেও সেই টাকা ফেরত দেননি রামপদ ৷
এরপর ঘটনায় চন্দ্রকোনা টাউন থানায় লিখিত অভিযোগ জানাতে গেলেও পুলিশ সেই অভিযোগ নেয়নি বলে জানিয়েছেন গঙ্গেশ ৷ অবশেষে ইমেল মারফত অভিযোগ দায়ের করেন তিনি ৷ যদিও তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন রামপদ ৷ তাঁর দাবি, "অভিযোগকারীকে তিনি চেনেন না"।