মালদা, 6 অগস্ট: রাজা কখনও ফকির হয়ে যায়, জমিদার কখনও পরিণত হন শ্রমিকে ৷ চার দশকের বেশি সময় ধরে এসবই দেখে আসছে মালদার মানুষ ৷ বিশেষ করে গঙ্গাপাড়ের বাসিন্দারা ৷ একসময় যার জমির চাল খেয়ে শেষ করা যেত না, যার জমিতে দু’বেলা মানুষ খাটত, এখন দু’বেলা দু’মুঠো ভাতের জন্য তাঁকেই পাড়ি দিতে হচ্ছে ভিনরাজ্যে ৷ শ্রমিকের কাজ করে ভরছে পেট ৷ মন খালি হয়ে যাচ্ছে আরও ৷ কিন্তু, কেন কেন্দ্র বা রাজ্য তাঁদের রক্ষা করতে সদর্থক ভূমিকা নিচ্ছে না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা ৷
তাঁদের আরও প্রশ্ন, পাশেই বিহারে গঙ্গাকে বাঁধার কাজ করে ফেলেছে সেখানকার রাজ্য সরকার ৷ কিন্তু এ’রাজ্যে তার কোনও নামগন্ধ নেই ৷ নির্বাচন আসলে এই ইস্যুতে সুর চড়ায় সব রাজনৈতিক দল ৷ ভোট মিটে গেলে তাদের আর দেখা যায় না ৷ তাই এখন আর রাজনৈতিক দাদা-দিদিদের কাছে ভিক্ষার ঝুলি নিয়ে যেতে ইচ্ছে করে না তাঁদের ৷ তবে, এখনও ভরসা করে রয়েছেন কেন্দ্র ও রাজ্য, দুই সরকারের উপর ৷
উত্তরবঙ্গে পাহাড় ও সংলগ্ন জেলাগুলি ছাড়া গোটা রাজ্যেই এবার বর্ষা দেরিতে ঢুকেছে ৷ ঝাড়খণ্ডে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের হাত ধরে মালদা জেলায় গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে বর্ষার বৃষ্টি ৷ জেলার নদীগুলির জলস্তরও এখন অনেকটা কম ৷ কিন্তু, বিজ্ঞান বলছে, জলস্তর কম থাকলে নদীর ভাঙন হওয়ার সম্ভাবনা বেশি ৷ ঠিক সেটাই হয়েছে হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের রশিদাবাদ এবং রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা ও বিলাইমারি অঞ্চলে ৷ গত বছরের গঙ্গা ভাঙনে মহানন্দটোলার শ্রীকান্তটোলা মানচিত্র থেকে মুছে গিয়েছে ৷ এবার মুছে যাওয়ার মুখে পাশের কান্তটোলা গ্রাম ৷ 50 শতাংশের বেশি মানুষ গ্রাম ছেড়ে অন্য জায়গায় চলে গিয়েছেন ৷ বাড়িঘর ভেঙে অন্য কোনও জায়গায় চলে যাওয়ার অপেক্ষায় আরও অনেকে ৷
বৃহস্পতিবার দুপুরে কান্তটোলার উপর দিয়ে বয়ে গিয়েছিল একঝলক পশ্চিমা হাওয়া ৷ নিম্নচাপের প্রভাব৷ তাতেই এক ঝটকায় বেশ কিছুটা জায়গা কেটে নিয়েছে গঙ্গা ৷ গ্রামবাসীরা বলছেন, সবে তো শুরু ৷ খেলা চলবে সেই অক্টোবর পর্যন্ত৷ উন্মত্ত গঙ্গা যে কতবার পাড়ে আছড়ে পড়বে, তার ইয়ত্তা নেই৷ যতবার পাগলি নদী উন্মত্ত হবে, ততবার ধসে যাবে জমি ৷ বাড়িঘর থেকে মন্দির-মসজিদ পর্যন্ত৷ গঙ্গা কাউকে রেয়াত করে না ৷ সে চলে নিজের খেয়ালে ৷ একমাত্র নদীর ভিতর থেকে পাড় পর্যন্ত পাথরের বোল্ডার দিয়ে মুড়ে ফেলা হলে মানুষ বাঁচবে৷ ঘরবাড়ি, জমি-বাগানও বাঁচবে ৷ যেমনটা ব্যবস্থা করেছে পাশের বিহার সরকার ৷
গঙ্গাপাড়ের কান্তটোলার মানুষের মন বোঝার চেষ্টা করেছিল ইটিভি ভারত ৷ কথা হচ্ছিল সূর্যনারায়ণ মণ্ডলের সঙ্গে ৷ একসময় এলাকার প্রভাবশালী হিসাবে পরিচিত ছিলেন ৷ এখন বৃদ্ধ হয়েছেন ৷ জানালেন, “একবার ভাঙন শুরু হলে নদী কোনও সময় দেয় না ৷ প্রথমে মাটি ফেটে যায় ৷ খানিক বাদেই সেখান থেকে গোটা অংশটা নদীতে ধসে যায় ৷ এবার মাসখানেক ধরে ভাঙন চলছে ৷ একটা সময় গঙ্গা সাহেবগঞ্জের কাছে ছিল ৷ 20 কিমিরও বেশি দূরে 2011 সাল থেকে নদী আমাদের গ্রামের দিকে এগোতে শুরু করে ৷ এখন বাড়ির দুয়ারে ধাক্কা মারছে ৷ একমাত্র পাথর দিয়ে পাড় বাঁধাই করা হলেই ভাঙন আটকানো সম্ভব ৷ যেমনটা করেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার ৷ বাংলার মুখ্যমন্ত্রী মমতা এসব নিয়ে মাথা ঘামান না ৷ প্রশ্ন করলে উত্তর দেন, তিনি কি গঙ্গার তীরে কাউকে বাস করতে বলেছেন ? যারা সমস্যায় পড়ছে, তাদের বাইরে চলে যেতে বলেন তিনি৷ কিন্তু তার জন্য পুনর্বাসনের কোনও ব্যবস্থা করেননি তিনি ৷”