পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বালুরঘাটে ভোট উৎসবে সামিল তৃতীয় লিঙ্গের 79 জন - Lok Sabha Election 2024 - LOK SABHA ELECTION 2024

Phase 2 Polling in Balurghat Constituency: দেশ তথা রাজ্য়জুড়ে চলছে দ্বিতীয় দফার ভোটগ্রহণ ৷ এরাজ্যের তিন কেন্দ্র দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাটে চলছে ভোটপর্ব ৷ সকাল থেকেই ভোটাররা লাইনে দাঁড়িয়েছেন গণতান্ত্রিক অধিকার প্রয়োগে ৷ মহিলা অথবা পুরুষের মতোই তৃতীয় লিঙ্গের ভোটও গণতন্ত্রে ততটাই জরুরি। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কেন্দ্রে শুক্রবার সকালে ভোটার কার্ড নিয়ে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের ভোটাররা ৷

Phase 2 Polling in Balurghat Constituency
Phase 2 Polling in Balurghat Constituency

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 9:54 AM IST

Phase 2 Polling in Balurghat Constituency

বালুরঘাট, 26 এপ্রিল: ভোটাধিকার প্রয়োগ প্রত্যেক নাগরিকের জন্যই সমান গুরুত্বপূর্ণ। নারী কিংবা পুরুষের মতোই তৃতীয় লিঙ্গের ভোটও দেশের গণতন্ত্রের জন্য ততটাই জরুরি। নির্বাচন কমিশনের সেই বার্তারই বাস্তব প্রতিফলন বালুরঘাটের ৷ শুক্রবার দ্বিতীয় দফার সকালে বালুরঘাটে বৈধ ভোটার কার্ড নিয়ে ভোটের লাইনে 79 জন ভোটার। হাতে কালির চিহ্ন দেখিয়ে তাঁরা গণতন্ত্রের উৎসবে সামিল হওয়ার বার্তা দিলেন ৷

বালুরঘাটের 21 নম্বর ওয়ার্ডের কমিউনিটি হলে চলছে ভোটগ্রহণ ৷ এখানে সকাল সকাল ভোট দিতে যেমন মহিলারা এলেন তেমনি পুরুষরাও এলেন ৷ পাশাপাশি বৃদ্ধদের লাইনে দাঁড়ানোর পাশাপাশি ভোট দিতে এলেন তৃতীয় লিঙ্গের ভোটার চম্পা ৷ তিনি জানালেন, ভালো লাগছে ভোটাধিকার প্রয়োগ করে ৷ নিরিবিলি ও সুষ্ঠু পরিবেশের মধ্যেই তাঁরা ভোট দিতে পারছেন ৷ তাঁদের জন্য এই আলাদা ব্য়বস্থাতে নির্বাচন কমিশনকে ধন্য়বাদ জানিয়েছেন ৷

তিনি আরও জানান, এর আগে তাঁদের কোনও ভোটার কার্ড ছিল না। বিগত 10 বছর হল তাঁদের কার্ড হয়েছে। এবার দেশের গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে পারছে। বালুরঘাট লোকসভা কেন্দ্রে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। এবছর বালুরঘাট লোকসভা কেন্দ্রে মহিলা পরিচালিত 36টি বুথ হয়েছে। নিরাপত্তার দায়িত্বেও রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর মহিলা নিরাপত্তা কর্মীরাও। উল্লেখ্য, বালুরঘাট, কুমারগঞ্জ, তপন, গঙ্গারামপুর, কুশমাণ্ডি, হরিরামপুর ও ইটাহার এই সাতটি বিধানসভা নিয়ে বালুরঘাট লোকসভা কেন্দ্র। বালুরঘাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার 15 লক্ষ 56 হাজার 907 জন। তার মধ্যে মহিলা ভোটারের সংখ্যা 7 লক্ষ 61 হাজার 52 জন। পুরুষ ভোটারের সংখ্যা 7 লক্ষ 95 হাজার 776 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 79 জন।

আরও পড়ুন:

  1. 'ভোট-ই হল আপনার কণ্ঠস্বর', সাতটি ভাষায় সাধারণকে অধিকার প্রয়োগের ডাক মোদির
  2. ভোটের আবহে তীব্র তাপপ্রবাহের সর্তকতা, পারদ চড়বে আরও 2-3 ডিগ্রি
  3. সস্ত্রীক ভোট দিলেন সুকান্ত, তিরুঅনন্তপুরমে ভোটাধিকার প্রয়োগ রাজ্যপাল বোসের

ABOUT THE AUTHOR

...view details