দার্জিলিং, 15 অক্টোবর:ফের প্রশ্নের মুখে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা ! ডাক্তারদের কর্মবিরতির জেরে রোগী পরিষেবা না-পেয়ে তুমুল বিক্ষোভ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । ভাঙচুর চালানো হল হাসপাতাল সুপারের অফিসে । নিরাপত্তারক্ষীকে মারধর করারও অভিযোগ উঠেছে ৷ এই ঘটনায় দুই মহিলা-সহ তিনজনকে আটক করেছে পুলিশ ।
মঙ্গলবার সকালে এই ঘটনাকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল চত্বরে । আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার ন্যায়বিচার-সহ 10 দফা দাবিতে গোটা রাজ্যের পাশাপাশি উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেও চলছে জুনিয়র চিকিৎসকদের অনশন ৷ তাঁদের পাশে দাঁড়িয়ে আইএমএ-র ডাকে কর্মবিরতি পালন করছেন সিনিয়র চিকিৎসকরাও । যার জেরে হাসপাতালের রোগী পরিষেবা ব্যাহত হয়েছে বলে অভিযোগ । চিকিৎসার জন্য এদিন সকালেও লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষায় ছিলেন মানসিক রোগ বিভাগের রোগীরা ।
অভিযোগ, দু'দিন ধরে চিকিৎসা করাতে এসে মিলছে না পরিষেবা । মিলছে না অত্যন্ত গুরুত্বপূর্ণ ওষুধ । দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে ওষুধ না-পাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা । হাসপাতাল সুপারের অফিসে ভাঙচুর চালানো হয় ৷ এমনকি হাসপাতালে কর্মীদের সঙ্গে হাতাহাতিতেও জড়িয়ে পড়েন রোগীর আত্মীয়রা । এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে ।