হাবড়া, 17 অগস্ট:ভেন্টিলেশনে থাকা 21 দিনের অসুস্থ শিশু সন্তানকে ঝুঁকি নিয়েই রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে বাধ্য হলেন অসহায় বাবা-মা ৷ সুরক্ষার অভাবে অসুস্থ ওই সদ্যজাতকে ভর্তি করালেন কয়েক কিলোমিটার দূরের হাবড়া স্টেট জেনারেল হাসপাতালে । আপাতত সেখানেই চিকিৎসা চলছে শিশুটির ।
উত্তর 24 পরগনার হাবড়া থানার মছলন্দপুরের বাসিন্দা পিয়ালি বিশ্বাস ৷ আরজি কর হাসপাতালে সময়ের আগেই শিশুর জন্ম দেন তিনি । মাত্র 21 দিন বয়স শিশুটির ৷ জন্মের পর থেকেই ওজন কম ছিল। সঙ্গে ছিল প্রবল শ্বাসকষ্ট । সেকারণে সদ্যজাতকে হাসপাতালের প্রসূতি বিভাগের ভেন্টিলেশনে রেখে চিকিৎসা চালানো হচ্ছিল ৷ অসুস্থ ওই শিশুটির সঙ্গে হাসপাতালে ছিলেন তার মা পিয়ালী বিশ্বাস ৷ বাবা সাগর বিশ্বাস হাসপাতালের বাইরে ছিলেন । মহিলা চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুনের ঘটনা প্রতিবাদে চিকিৎসকদের কর্মবিরতি শুরু হয় ৷ তার মধ্যে চিকিৎসা চললেও 14 অগস্ট রাতে লাঠি হাতে ঢুকে হাসপাতালের ভিতরে ভাঙচুর ও তাণ্ডব চালায় একদল দুষ্কৃতী ৷ সেদিনের সেই ভয়াবহ স্মৃতি এখনও টাটকা পিয়ালি-সাগর বিশ্বাসের মনে।