পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরজি করের ধর্ষণের কথা ভুলবেন না, বেসরকারি হাসপাতালের স্বাস্থ্যকর্মীকে হুমকি রোগীর আত্মীয়র - Patient Party gives Rape Threat - PATIENT PARTY GIVES RAPE THREAT

Patient Party gives Rape Threat: আরজি কর কাণ্ডের প্রসঙ্গ তুলে এক মহিলা স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ উঠল রোগীর আত্মীয়র বিরুদ্ধে ৷ তিনদিন আগে ঘটনাটি ঘটে ৷ কামারহাটি থানায় অভিযোগ দায়ের হয়েছে ৷ এখনও অধরা অভিযুক্ত ৷

Representative Image
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Aug 14, 2024, 7:14 PM IST

কামারহাটি, 14 অগস্ট: আরজি কর হাসপাতাল-কাণ্ডের রেশ এখনও কাটেনি । তার মধ্যেই কামারহাটির বেসরকারি হাসপাতালের এক ট্রেনি স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে । কাঠগড়ায় রোগীর আত্মীয় । ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে ওই বেসরকারি হাসপাতাল চত্বরে । অভিযোগ, ফোনে আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে হুমকি দেওয়া হয়েছে । ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযুক্তর বিরুদ্ধে কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তবে ঘটনার পর তিনদিন কেটে গেলেও অধরা অভিযুক্ত । যার ফলে আতঙ্কে দিন কাটছে ওই মহিলা স্বাস্থ্যকর্মীর ।

ঘটনার সূত্রপাত গত রবিবার । অভিযুক্ত ব‍্যক্তি সেদিন তাঁর এক রোগীর হয়ে কোলোনোস্কোপি পরীক্ষার জন্য যোগাযোগ করেছিলেন বেসরকারি হাসপাতালের ওই ট্রেনি স্বাস্থ্যকর্মীর সঙ্গে । কিন্তু সেখানে পরীক্ষা করার মতো সংশ্লিষ্ট কোনও চিকিৎসক তখন না থাকায়, তিনি ওই ট্রেনি স্বাস্থ্যকর্মীকে জানান, অন্যদিন এই পরীক্ষা করা হবে । তেমন প্রয়োজন মনে করলে তিনি যেন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে 'পরীক্ষা' করাতে পারেন বলেও পরামর্শ দেওয়া হয়েছিল । কিন্তু, তাতেও সায় ছিল না রোগীর আত্মীয়র । অভিযোগ, এরপরই রোগীর ওই আত্মীয় ফোন করে মহিলা স্বাস্থ্যকর্মীকে হুমকি দেন । ফোনে সেই সময় আরজি করের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘আরজি করের ধর্ষণের কথা ভুলবেন না । ওটা মাথায় রাখবেন ।’’ এমনটাই অভিযোগ ওই মহিলা স্বাস্থ্যকর্মীর ।

এই বিষয়ে ওই ট্রেনি স্বাস্থ্যকর্মী বলেন, "রোগীর আত্মীয় যে 'টেস্ট'-এর জন্য যোগাযোগ করেছিলেন, সেটি সেদিন বন্ধ ছিল আমাদের এখানে । সেকথা তাঁকে জানানোও হয়েছিল । সেদিন না হলেও পরিবর্তে তাঁকে 'বিকল্প' তারিখ দেওয়া হয়েছিল । তাতেও তিনি খুশি ছিলেন না । তখন আমরা ওঁকে বলি, খুব প্রয়োজন হলে বাইরে থেকে করিয়ে নিতে পারেন । এরপর হঠাৎ একদিন আমাকে ফোন করে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ করতে থাকেন । বলেন, আপনারা আমার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না । তখনই ফোনে হুমকি দিয়ে আরজি করের উদাহরণ টেনে আনেন উনি ।"

এদিকে, ঘটনার পর থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন ওই মহিলা স্বাস্থ্যকর্মী । তাঁর কথায়, "ঘটনার পর দু'দিন খুব আতঙ্ক নিয়েই নিজের কর্মস্থলে গিয়েছি । এতটাই আতঙ্কে ছিলাম যে ভয়ে মুখ খুলতে পারিনি । এখনও যথেষ্ট আতঙ্ক রয়েছে ৷ জানি না কী হবে ।"

অন‍্যদিকে, রবিবারই পুরো ঘটনাটি তুলে ধরে লিখিত অভিযোগ দায়ের করা হয় কামারহাটি থানায় । এরপর কেটে গিয়েছে তিনদিন । তারপরও গ্রেফতার হয়নি অভিযুক্ত ওই ব‍্যক্তি । যার জেরে পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে বড়সড় প্রশ্ন ।

ABOUT THE AUTHOR

...view details