কামারহাটি, 14 অগস্ট: আরজি কর হাসপাতাল-কাণ্ডের রেশ এখনও কাটেনি । তার মধ্যেই কামারহাটির বেসরকারি হাসপাতালের এক ট্রেনি স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠেছে । কাঠগড়ায় রোগীর আত্মীয় । ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে ওই বেসরকারি হাসপাতাল চত্বরে । অভিযোগ, ফোনে আরজি করের ঘটনার প্রসঙ্গ টেনে ওই মহিলা স্বাস্থ্যকর্মীকে হুমকি দেওয়া হয়েছে । ইতিমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে অভিযুক্তর বিরুদ্ধে কামারহাটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে । তবে ঘটনার পর তিনদিন কেটে গেলেও অধরা অভিযুক্ত । যার ফলে আতঙ্কে দিন কাটছে ওই মহিলা স্বাস্থ্যকর্মীর ।
ঘটনার সূত্রপাত গত রবিবার । অভিযুক্ত ব্যক্তি সেদিন তাঁর এক রোগীর হয়ে কোলোনোস্কোপি পরীক্ষার জন্য যোগাযোগ করেছিলেন বেসরকারি হাসপাতালের ওই ট্রেনি স্বাস্থ্যকর্মীর সঙ্গে । কিন্তু সেখানে পরীক্ষা করার মতো সংশ্লিষ্ট কোনও চিকিৎসক তখন না থাকায়, তিনি ওই ট্রেনি স্বাস্থ্যকর্মীকে জানান, অন্যদিন এই পরীক্ষা করা হবে । তেমন প্রয়োজন মনে করলে তিনি যেন রোগীকে অন্য হাসপাতালে নিয়ে গিয়ে 'পরীক্ষা' করাতে পারেন বলেও পরামর্শ দেওয়া হয়েছিল । কিন্তু, তাতেও সায় ছিল না রোগীর আত্মীয়র । অভিযোগ, এরপরই রোগীর ওই আত্মীয় ফোন করে মহিলা স্বাস্থ্যকর্মীকে হুমকি দেন । ফোনে সেই সময় আরজি করের উদাহরণ টেনে তিনি বলেন, ‘‘আরজি করের ধর্ষণের কথা ভুলবেন না । ওটা মাথায় রাখবেন ।’’ এমনটাই অভিযোগ ওই মহিলা স্বাস্থ্যকর্মীর ।