রাম মন্দির উদ্বোধনে পটের গান বাঁধলেন পিংলার চিত্রকর পরিবার পিংলা, 21 জানুয়ারি:রাম মন্দিরের উদ্বোধন নিয়ে যখন দেশজুড়ে উন্মাদনা, তখন পটচিত্রের গ্রামও গানের মাধ্যমে রাম বন্দনায় মেতেছে ৷ রামসীতাকে নিয়ে পটগান বেঁধেছেন পশ্চিম মেদিনীপুরের পিংলার পটশিল্পীরা । এই গ্রামের বাহাদুর চিত্রকর ও তাঁর পরিবারের সদস্যরা গান গাইতে গাইতে ভগবান রামের জীবনচিত্র প্রদর্শন করছেন ৷
পিংলার পটশিল্প আজ বিশ্ব সমাদৃত । এর আগে পটশিল্পীরা রং-তুলি দিয়ে তাঁদের নানান হাতের কাজ তুলে ধরছেন বিশ্বের বাজারে । আর 22 জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষে তাঁরা কিছু বানাবেন না তা কি হয় । এই রাম মন্দিরের উদ্বোধন ঘিরে প্রায় দেড়শো কোটি ভারতবাসী এখন অপেক্ষা করে রয়েছে । ইতিমধ্যে এই মন্দির উদ্বোধনে বহু মানুষ অযোধ্যা অভিমুখে যাত্রা করেছেন । শুধু রাজ্য জেলা বা দেশ নয়, বিদেশ থেকেও বহু মানুষ আসবেন বিশেষ অতিথি হিসেবে ।
পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা বিধানসভা মূলত পটশিল্পীদের জন্য বিখ্যাত । মুসলিম অধ্যুষিত এই পিংলার পটশিল্পীরা রীতিমত বিশ্বের দরবারে তাদের পটচিত্র এঁকেই সম্মান অর্জন করেছেন । এবার রাম মন্দির নিয়েও পটচিত্রের মাধ্যমে গান বাঁধলেন ওঁরা ৷ সেই ছবি দেখা গেল পিংলার নয়া পট গ্রাম এলাকায় । চিত্রকর পরিবাররা একসঙ্গে পটচিত্রের সঙ্গে রাম সীতার কাহিনি বর্ণনা করে গান ধরলেন । সেই গানে গানে বর্ণিত হল ভগবান রামের জীবন ৷ কীভাবে মাতা কৈকেয়ীর অভিসন্ধির ফলে শ্রীরামচন্দ্র বনবাসে গিয়েছিলেন এবং 14 বছর সেখানে কীভাবে কাটল সবকিছুরই বর্ণনা দিলেন পট গানের মাধ্যমে ৷
তবে শুধু রামসীতার নয়, এই পটশিল্পীরা বিভিন্ন সময় বিভিন্ন আঙ্গিকেই পটচিত্রের মাধ্যমে বহু গান গেয়েছেন ৷ দুর্গা পুজোর সময় মহিষাসুরমর্দিনী থেকে শুরু করে শ্রীকৃষ্ণের লীলাকীর্তন, সবই দেখিয়েছেন পটগান ও চিত্রের মাধ্য়মে ৷ এবারের উপলক্ষ্য রাম মন্দির উদ্বোধন ৷ তাই তাদের পটগান ও চিত্রে উঠে রামকাহিনি ৷
আরও পড়ুন :
- শাড়িজুড়ে রাম-কাহিনীর পটচিত্র, সীতার নামে উৎসর্গ করতে অযোধ্যা রওনা শিল্পীর
- সাধারণতন্ত্র দিবসে পিংলার পটশিল্পের রাজধানী যাত্রা, গর্বিত শিল্পীরা
- মুখ্যমন্ত্রীর প্রকল্প নিয়ে পটচিত্র বাহাদুরের, গাইবেন পটের গান