পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জাল পাসপোর্ট রুখতে নিয়মে কড়াকড়ি, নথি জোগাড়ে হিমশিম জনতার - STRICT PASSPORT RULES

আবেদনকারীদের কথায়, আগে পাসপোর্ট নবীকরণ করতে শুধুমাত্র পুরাতন পাসপোর্টের সঙ্গে আধার ও এপিক কার্ড লাগত । এখন জমির দলিল, বাবা-মায়ের বহু নথিপত্রও লাগছে ।

strict passport rules
পাসপোর্ট-কাণ্ডের পর নিয়মে আরও কড়াকড়ি (নিজস্ব ছবি)

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2025, 4:28 PM IST

বহরমপুর, 5 জানুয়ারি:জাল পাসপোর্ট-কাণ্ড ও জঙ্গি যোগের জের ৷ রাজ্যে আরও কড়াকড়ি পাসপোর্ট যাচাইয়ের নিয়ম ৷ মুর্শিদাবাদে পাসপোর্ট আবেদনকারীদের দাবি, এতে হয়রানির শিকার হতে হচ্ছে তাঁদের ৷

পাসপোর্ট কেলেঙ্কারির তদন্তে নেমে ইতিমধ্যে রাজ্যে একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ ৷ পাশাাপাশি গত এক মাসে বাংলাদেশি জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে মুর্শিদাবাদ থেকে গ্রেফতার হয়েছে অনেকে । মুর্শিদাবাদে হদিশ মিলেছে একাধিক জঙ্গি সংগঠনের স্লিপার সেলের । এবার তার প্রভাব পড়েছে নতুন পাসপোর্ট তৈরি ও পাসপোর্ট নবীকরণেও ।

আরও কঠোর পাসপোর্টের নিয়ম (ইটিভি ভারত)

আবেদনকারীদের দাবি, আগে পাসপোর্ট নবীকরণ করতে শুধুমাত্র পুরাতন পাসপোর্টের সঙ্গে আধার ও এপিক কার্ড লাগত । এখন নবীকরণ করতে প্রমাণপত্র হিসেবে বহু নথি লাগছে । আর যার ফলে পাসপোর্ট নবীকরণের জন্য একাধিক নথি জোগাড় করতে গিয়ে জেরবার হতে হচ্ছে আবেদনকারীদের ।

আর তাতে মহিলারাই বেশি সমস্যায় পড়ছেন । কারণ মুর্শিদাবাদের বহু বাসিন্দা এই মূহূর্তে রয়েছেন আরব দুনিয়ায় । যাঁদের পাসপোর্ট নবীকরণের সময় হয়েছে, তাঁদের যাবতীয় নথি নিয়ে স্ত্রীরা পাসপোর্ট নবীকরণে পাসপোর্ট অফিস ও পুলিশ ভেরিফিকেশনের জন্য ডিআইবি (ডিস্ট্রিক্ট ইনটেলিজেন্স ব্যুরো) অফিসে চক্কর কাটছেন ।

পাসপোর্ট জালিয়াতি চক্র রাজ্যজুড়ে রমরমিয়ে চলছে । ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদ সেই তালিকার শীর্ষে রয়েছে । খাগড়াগড়-কাণ্ডে মুর্শিদাবাদে জঙ্গি ডেরার হদিশ মিলেছে । মুর্শিদাবাদের স্লিপার সেল থেকেই তৈরি হতো হামলার ব্লু প্রিন্ট । গত একমাসে আনসারুল্লা বাংলা টিমের (এবিটি) সঙ্গে যুক্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে মুর্শিদাবাদ থেকে । তাদের নাম শাব শেখ, আব্বাস আলি, মিনরুল শেখ, সাজিবুল ইসলাম ও মুস্তাকিম মণ্ডল ।

পাসপোর্ট অফিস (নিজস্ব ছবি)

আর এরপরেই এবার পাসপোর্ট পেতে আঁটোসাটো নিয়ম বেঁধে দেওয়া হয়েছে । পাসপোর্ট অফিসের এক আধিকারিকের কথায়, "আমাদের একটা নিয়ম বেঁধে দেওয়া হয়েছে ৷ সেই অনুযায়ী আমরা পাসপোর্টের জন্য আবেদনকারীর সমস্ত তথ্য যাচাই করে দেখছি ৷ তারপর পাসপোর্ট নবীকরণ বা নতুন দেওয়া হচ্ছে ৷"

আবেদনকারী নাজির হোসেন ও আম্বিয়া শেখের বক্তব্য, "আগে পাসপোর্ট নবীকরণ করতে কেবলমাত্র পুরাতন পাসপোর্টের সঙ্গে এপিক ও আধার কার্ডের প্রমাণ লাগত । এখন তার সঙ্গে বাবা মায়ের সমস্ত প্রমাণ লাগছে ৷ বাবা মা বেঁচে না থাকলে মৃত্যুর শংসাপত্র, জমির দলিল, বয়স ও রেসিডেন্সিয়াল প্রমাণ, বাবা মা-সহ আবেদনকারীর রেশন কার্ড লাগছে । প্রথমে এই নথির ফটোকপি জমা দিতে হচ্ছে পাসপোর্ট অফিসে । পরে পুলিশ ভেরিফিকেশনে দেখাতে হচ্ছে অরিজনাল ডকুমেন্ট ।"

পুলিশ ভেরিফিকেশনের জন্য ডিআইবি অফিসে লম্বা লাইন (নিজস্ব ছবি)

কান্দি থানার মহালন্দির সাকিলা বিবির স্বামী জালালুদ্দিন শেখ এক বছর ধরে সৌদি আরবে রয়েছেন । সাকিলা বিবি বলেন, "আগে পাসপোর্ট নবীকরণে এতো হ্যাপা ছিল না । এখন প্রমাণ জোগাড় করতে গিয়ে প্রচুর হয়রানি হচ্ছে । বহু প্রশ্নের জবাব দিতে হচ্ছে । অনেকে সন্দেহের চোখে দেখছেন । এমনটা হওয়া উচিত নয় ।"

ABOUT THE AUTHOR

...view details