পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

এবারের পুজোতেও জেলবন্দি পার্থ ! অন্য মামলায় গ্রেফতার করল সিবিআই - Partha Chatterjee - PARTHA CHATTERJEE

Partha Chatterjee: এবারের পুজোতেও জেলবন্দিই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ! প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় তাঁকে গ্রেফতার করল সিবিআই ৷

ETV BHARAT
এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার পার্থ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Oct 1, 2024, 4:47 PM IST

Updated : Oct 1, 2024, 5:22 PM IST

কলকাতা, 1 অক্টোবর: এবারের পুজোতেও জেলবন্দিই থাকতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে ! সিবিআইয়ের বিশেষ আদালতের অনুমতি মেলার পর, এবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের গ্রেফতার করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ৷ গ্রেফতার করা হয়েছে দুর্নীতি-কাণ্ডে অভিযুক্ত অয়ন শীলকেও ৷

পার্থ চট্টোপাধ্যায়কে অন্য একটি মামলায় শ্যোন অ্যারেস্ট দেখানোর যে আবেদন জানানো হয়েছিল, তা মঞ্জুর করে বিশেষ সিবিআই আদালত । সিবিআইয়ের তরফে এদিন জানানো হয়, প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়কে শ্যোন অ্যারেস্ট দেখানো হয়েছে । বিচারক তাতে আপত্তি করেননি । পার্থ চট্টোপাধ্যায় ও অয়ন শীলের বিরুদ্ধে সিবিআই 120বি, 220, 467, 468, 421 ধারা-সহ পিএমএলএ আইনেও অভিযোগ দায়ের করা হয়েছে ।

সিবিআই এর আগে স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি ও গ্রুপ-সি নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার করেছিল পার্থ চট্টোপাধ্যায়কে । কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে দীর্ঘদিন তদন্ত চললেও সিবিআই তাঁর বিরুদ্ধে জোরালো কোনও প্রমাণ এখনও খুঁজে পায়নি বলে খবর । পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগদ টাকা ও গয়না উদ্ধার হয়েছিল, সেটাই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অন্যতম প্রমাণ । আদালতে এই তথ্যই বারবার তুলে ধরেছে সিবিআই । তবে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীদের দাবি, সিবিআই আদালতকে সন্তষ্ট করতে না-পারায়, পার্থ চট্টোপাধ্যায়ের জামিন পাওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছিল ।

পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবীরা আশঙ্কা করছিলেন যে, জামিন রুখতেই অন্য মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতারের তোড়জোড় শুরু করেছে সিবিআই ৷ আজ আদালতে সিবিআই দাবি করে যে, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যে আর্থিক লেনদেন হয়েছে, সেখানেও পার্থ চট্টোপাধ্যায়ের যোগ রয়েছে বলে তারা জানতে পেরেছে ৷ সেই জন্য তারা পার্থ ও অয়ন শীলকে শ্যোন অ্যারেস্ট করার জন্য অনুমতি চেয়েছিল ৷ এ ব্যাপারে বিচারকের বক্তব্য, আদালত এ বিষয়ে আপত্তি করতে পারে না । কিন্তু কেন তাঁকে গ্রেফতার করা হল সেটা পরবর্তী শুনানিতে আদালত খতিয়ে দেখবে । আদালতের থেকে অনুমতি পাওয়ার পরই ফের গ্রেফতার করা হয় পার্থ ও অয়নকে ৷

Last Updated : Oct 1, 2024, 5:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details