বোলপুর, 17 ফেব্রুয়ারি: নিজেকে পার্থ চট্টোপাধ্যায়ের 'ভাগ্নে' পরিচয় দিয়েছিলেন তিনি ৷ আর সেই পরিচয়েই সুবিধে নিয়ে বীরভূমের শান্তিনিকেতনে পার্থ চট্টোপাধ্যায়ের 'অপা' নামের বাংলোতেই থাকছিলেন প্রোমোটার রাজীব দে ৷ নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এখন কারাবাসে ৷ এদিকে তাঁর সঙ্গে আত্মীয়তার গল্প ফেঁদেই মাসের পর মাস তাঁরই বাংলোতে থেকেছেন রাজীব ৷ শুক্রবার সকালে পার্থ চট্টোপাধ্যায়ের নাকতলার বাড়ির একেবারে কাছেই অবস্থিত প্রোমোটার রাজীবদের অফিস এবং বাড়িতে দীর্ঘক্ষণ ধরে তল্লাশি অভিযান চালায় ইডি ৷ সেখান থেকে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে ৷
তদন্তে জানা গিয়েছে, প্রোমোটার রাজীব দে রেশন দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারেন ৷ তবে বর্তমানে তাঁর বিরুদ্ধে নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়া গিয়েছে, দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ৷ 2022 সালের জুলাই মাসের শেষে পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী অর্পিতা গ্রেফতার হন ৷ সেই সময় তাঁদের বিপুল সম্পত্তির হিসেবনিকেশ নিয়ে তদন্তে নামে ইডি ৷ জানা যায়, বীরভূমের শান্তিনিকেতনে 'অপা' নামের একটি বাংলো রয়েছে তাঁদের ৷ এই বাংলোতেই মাঝেমধ্যে চলে আসতেন রাজীব দে ৷ রাজীব ছাড়া আরও অনেকেই সেখানে আসতেন ৷
সূত্রের খবর, সম্ভবত 'অপা'তেই হত নিয়োগ দুর্নীতি কাণ্ডের একাধিক বৈঠক ৷ পার্থ চট্টোপাধ্যায়কে নিজের মামা বলেই পরিচয় দিতেন রাজীব দে ৷ 'ইম্প্রেসলাইন কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড' নামে এক সংস্থা তৈরি করেছিলেন পার্থ চট্টোপাধ্যায় । ইডি সূত্রে জানা যায়, এই সংস্থায় এক সময় ডিরেক্টর ছিলেন পার্থ ঘনিষ্ঠ এই প্রোমোটার এই রাজীব দে ৷ সেই সময় সংস্থায় আরও এক ডিরেক্টর ছিলেন স্বয়ং পার্থর স্ত্রী বাবলি চট্টোপাধ্যায় ৷ আবার 2020 সালে বাবলি চট্টোপাধ্যায়ের মৃত্যুর পর পার্থর জামাই কল্যাণময় এবং তাঁর মামা কৃষ্ণচন্দ্র অধিকারী ওই সংস্থার ডিরেক্টর হন ৷
এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে তদন্তকারীরা ৷ তাঁকে জিজ্ঞাসাবাদ করে তৃণমূল কাউন্সিলর তথা পার্থ-ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তের নাম পাওয়া যায় ৷ ইতিমধ্যে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি এবং সিবিআই দুই তদন্তকারী সংস্থাই পার্থ চট্টোপাধ্যায়ের তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করেছে ৷ তাঁর বয়ানও রেকর্ড করা হয়েছে ৷ বাপ্পাদিত্যকে জেরা করে প্রোমোটার রাজীব দের সম্পর্কে আরও বিশদে জানতে পেরেছেন তদন্তকারীরা ৷
আরও পড়ুন:
- নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ-ঘনিষ্ঠ ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা
- শান্তিনিকেতনে 'অপা'-র মালিক পার্থ-অর্পিতাই, ভূমি-সংস্কার দফতরে নথিভুক্ত দলিল প্রকাশ্যে
- 7 ঘণ্টা তল্লাশিতে 'অপা' থেকে উদ্ধার বহু দলিল ও ব্যাংক অ্যাকাউন্ট নথি