ফিরহাদের ওয়ার্ডেই ভেঙে পড়ল বাড়ির কার্নিশ কলকাতা, 31 মার্চ: গার্ডেনরিচকাণ্ডের রেশ কাটতে না কাটতে চেতলায় ভেঙে পড়ল একটি বাড়ির বারান্দার কার্নিশ ৷ রবিবার ভোরবেলায় খোদ কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের ওয়ার্ডে এই ঘটনাটি ঘটেছে ৷ তবে বড় বিপদ থেকে রক্ষা পেয়েছে আশেপাশের বাসিন্দারা ৷ প্রাণহানির ঘটনা ঘটেনি ৷ গার্ডেনরিচকাণ্ডের পর নাগরিক মনে আতঙ্ক চেপে বসেছে । এরপর শনিবার পিকনিক গার্ডেনে ও বিরাটিতে বাড়ির অংশ খসে পড়েছিল ৷ তারপর আজ ফের বাড়ি ভাঙার আতঙ্ক ফিরল চেতলায় ।
জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে 4টে নাগাদ কলকাতা পৌরনিগমের 82 নম্বর ওয়ার্ডের আওতাধীন চেতলার 1/3A পরমহংসদেব রোডে একটি তিনতলা বাড়ির একদম ওপরের অংশের বারান্দার একটা অংশের কার্নিশ ভেঙে পড়ে ফুটপাতের উপর । ভোরবেলা ঘটনা ঘটায় আশেপাশে কোন মানুষ ছিলেন না । তাই বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে । কেউ আহত হয়নি । তবে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি গাড়ির ক্ষতি হয়েছে । ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায় ।
স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, ভোরবেলায় এই ঘটনা ঘটায় রক্ষা পাওয়া গিয়েছে । কারণ 6টা থেকে পাড়ার মানুষজন অনেকেই প্রাতঃভ্রমণে বের হয় । ওই বাড়ির নীচে বেশ কয়েকটি দোকানও রয়েছে । বেলায় হলে সেখানে বড় বিপদের আশঙ্কা তৈরি হতো ৷ কারণ ওই সমস্ত দোকানে বহু মানুষের যাতায়াত । পুরনো বাড়ি রক্ষণাবেক্ষণ অভাব থেকেই এই ঘটনা ঘটেছে ।
উল্লেখ্য, কয়েকদিন আগে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল ভেঙে 12 জনের মৃত্যু হয়েছে । শনিবার পিকনিক গার্ডেন এলাকায় নির্মীয়মাণ বাড়ির দেওয়ালে কাঠের পাটায় ঝুলে রঙের কাজ করছিলেন এক শ্রমিক । সেই ধাক্কায় বাড়ির সামান্য অংশ ভেঙে পড়ে । কাউন্সিলর দাবি করেন, বাড়িটা বেআইনি নির্মাণ করা হচ্ছে । তবে আদালত থেকে ভাঙার উপর স্থগিতাদেশ রয়েছে । এরপর গতকাল রাতে বিরাটি এলাকার একটি নির্মীয়মাণ বাড়ির উপর থেকে বেশ কয়েকটি ইট পরে স্থানীয় এক মহিলার মুখ মাথা থেতলে যায় । এলাকায় ক্ষোভ তৈরি হয় । পরে ওই মহিলার মৃত্যু হয়েছে ৷ তারপর আজ সাত সকালে চেতলায় এই ঘটনা ঘটল । একের পর এক ঘটনা মানুষের মনে আতঙ্ক তৈরি করছে ।
আরও পড়ুন:
- গার্ডেনরিচের পর বিরাটি, কাউন্সিলরের অফিসের কাছেই নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু মহিলার
- এসএসকেএমে মৃত আরও এক, গার্ডেনরিচ বিপর্যয়ে নিহতের সংখ্যা বেড়ে
- ইঞ্জিনিয়ারের অভাব, শহরে বেআইনি নির্মাণের খোঁজ দেবে সাফাই কর্মী-কেরানিরাও ! পৌর নির্দেশিকা ঘিরে বিতর্ক