কলকাতা, 12 সেপ্টেম্বর: একরত্তি মেয়েটা । বয়স বড়জোর 10 বছর । দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ থেকে এসেছিল কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । নিজের চিকিৎসার জন্য । বাবা মায়ের কাছে ঝোঁক একটাই, আরজি করের নির্যাতিতাকে সে দেখতে চায় । আর সেই জেদের কাছে বসবর্তী হয়, সেই ছোট্ট মেয়েকে নিয়ে আরজি কর হাসপাতাল আসেন তার বাবা-মা ।
দিন দুয়েক আগেই ঘটনাটি ঘটে ৷ কিশোরী কন্যাকে নিয়ে তার বাবা-মা দিনভর বসে ছিলেন আরজি কর হাসপাতালের পাশে । না, কিশোরী কন্যার দেখা হয়নি নির্যাতিতার সঙ্গে । সেটা সম্ভবও নয় আর ৷ কেন্দ্রীয় বাহিনীর প্রহরায় সেই সেমিনার হল দেখতে চাইলেও তাকে দেখার সুযোগ করে দেওয়া হয়নি । শুকনো মুখেই ফিরতে হয় পরিবারকে । কিন্তু এই ঘটনা এই পরিস্থিতিতে নজিরবিহীন উদাহরণ হয়ে রয়ে গেল ।
মেয়ের পায়ের সমস্যা আর সেই কারণেই কাকদ্বীপ থেকে এক মসজিদের ইমাম সাহেব আব্দুল মাহমুদ খান সস্ত্রীক এসেছিলেন নিজের মেয়েকে নিয়ে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে । কিন্তু চিকিৎসার পরেই ছোট্ট একরত্তি 10 বছরের মেয়েটি জেদ ধরে আরজি কর হাসপাতালে যেতে চায় । অনেক বুঝিয়েও মা-বাবা শান্ত করতে পারিনি ছোট্ট মেয়েটিকে । অগত্যাই আরজি কর হাসপাতালে নিয়ে আসে নিজের ছোট্ট দশ বছরের মেয়েটিকে ।