কালনা, 15 ফেব্রুয়ারি: কিছুক্ষণের ঝড়বৃষ্টির জেরে ভেঙে পড়ল সরস্বতী পুজোর একাধিক মণ্ডপ । পুজো প্যান্ডেলের গেট চাপা পড়ে এক কিশোরী আহতও হয়েছে । তাকে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে । ঝড়ের কবলে কালনা এলাকায় প্রায় 30-35টি পুজো মণ্ডপের ক্ষতি হয়েছে বলে জানা গিয়েছে ।
বৃহস্পতিবার বিকেল নাগাদ হঠাৎ করে ঝড়বৃষ্টি শুরু হয় । কালনা শহরজুড়ে সব অন্ধকার হয়ে যায় । প্রচন্ড দমকা হাওয়ার পাশাপাশি শুরু হয়ে মুষলধারে বৃষ্টি । ঝড়ের গতিবেগ এতটাই বেশি ছিল যে কালনা এলাকায় একাধিক পুজো মণ্ডপ ভেঙে পড়ে । ঘটনায় একজন কিশোরী আহত হয় । তাকে প্রথমে কালনা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ।
কালনায় ঝড়ে ভেঙে গেল সরস্বতী পুজোর প্যান্ডেল স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কালনার সমুদ্রগড় এলাকার ওই কিশোরী এদিন বিকেল নাগাদ বান্ধবীকে সঙ্গে নিয়ে কালনায় সরস্বতী পুজো দেখতে গিয়েছিল । হঠাৎ করেই শুরু হয় ঝড়বৃষ্টি । সেই সময় একটা দোকানের নীচে আশ্রয় নেয় সে । সেখানেই একটা পুজো মণ্ডপ ভেঙে পড়ায় বাঁশের গেটে সে চাপা পড়ে যায় । স্থানীয়রা তাকে উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভরতি করে । পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কালনা এলাকায় একাধিক জায়গায় বিগ বাজেটের পুজো ক্ষতিগ্রস্ত হয়েছে । যুগের দীপ সংঘ, শীতলা সংঘ, মিতালি সংঘ, তালবোনা সপ্তশ্রী সংঘ, বন্ধু সমিতি-সহ একাধিক পুজো মণ্ডপ ভেঙে গিয়েছে ৷ শীতলা সংঘের পক্ষে তন্ময় দাস বলেন, "শুধু শীতলা সংঘের নয়, প্রতিটা মণ্ডপেই কিছু না কিছু ক্ষয়ক্ষতি হয়েছে । এতবছর ধরে পুজো করে আসছি কোনওদিনই এই ধরনের পরিস্থিতির মুখে পড়তে হয়নি আমাদের । খুবই দুঃখজনক ঘটনা ।" স্থানীয় বাসিন্দা সুশোভন পাল বলেন, "হঠাৎ করে একটা ঝড়ে প্যান্ডেল ভেঙে পড়ে । শহরজুড়ে একাধিক জায়গার প্যাণ্ডেল ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গিয়েছে । একজন আহতও হয়েছে ।" কালনার বিধায়ক দেবপ্রসাদ বাগের কথায়, "আসলে হঠাৎ একটা দমকা ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে গিয়েছে । তার ফলে কালনা এলাকায় 30-35টি পুজো মণ্ডপ ক্ষতিগ্রস্ত হয়েছে । অনেক জায়গায় মণ্ডপ ভেঙে গিয়েছে । একটা ছাত্রী আহত হয়েছে । তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে ।"