কলকাতা, 20 নভেম্বর:কবে হবে সাংগঠনিক রদবদল ? তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সির বৈঠকের পর এই নিয়ে জল্পনা নতুন মাত্রা পেয়েছে । সূত্রের তরফে জানা গিয়েছে, রদবদলের খসড়া তালিকা প্রস্তুত ৷ তাতে অনুমোদন দিয়েছেন সুব্রত বক্সি ৷ এবার সেই তালিকা চলে গিয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ৷ চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তিনিই ৷
2026-এ বিধানসভা নির্বাচন ৷ বর্তমানে আরজি কর, আবাস, ট্যাব কেলেঙ্কারি-সহ আরও বেশকিছু ক্ষেত্রে অস্বস্তিতে শাসকদল ৷ নির্বাচনের আগে সেসব অস্বস্তি কাটিয়ে নতুন করে ঝাঁপিয়ে পড়তে সংগঠনে বেশকিছু রদবদল হতে চলেছে বলে খবর ৷ জানা গিয়েছে, চোখের চিকিৎসার জন্য বিদেশ সফরে যাওয়ার আগে দলনেত্রীকে রদবদলের জন্য একটি রিপোর্ট দিয়ে গিয়েছিলেন অভিষেক । তিনি ফিরে আসার পর রাজ্য সভাপতি সুব্রত বক্সিকে দলনেত্রী নির্দেশ দিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে বসে বিষয়টি স্পষ্ট করতে ।
সেইমতো দলীয় সূত্র থেকে জানা যাচ্ছে, গতকাল দুপুরেই ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক বসেন সুব্রত বক্সি । যেখানে দুই শীর্ষ নেতার মধ্যে রদবদলের বিষয়টি নিয়েও আলোচনা হয়েছে । তারপরই এই সংক্রান্ত খসড়া তালিকা প্রস্তুত হয় । তার সঙ্গে আইপ্যাকের তালিকাও যোগ-বিয়োগ করা হয় । আর সুব্রত বক্সির সঙ্গে বসে তালিকা চূড়ান্ত করেন অভিষেক । যাতে অনুমোদন দিয়েছেন রাজ্য সভাপতি । জানা গিয়েছে, দু'জনের বৈঠকের নির্যাস পৌঁছে গিয়েছে দলনেত্রীর কাছে । বল এবার তাঁর কোর্টে । তিনিই শেষ সিদ্ধান্ত নেবেন ।