কলকাতা, 30 জুলাই:আগামী মাস থেকে কলকাতা মেট্রো করিডোরের অরেঞ্জ লাইনে বাড়তে চলেছে মেট্রোর সংখ্যা ৷ মঙ্গলবার এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ ৷ এই বর্ধিত পরিষেবার কারণে অসংখ্য অফিস ফেরত যাত্রীদের সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে ৷
কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে অর্থাৎ কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় পর্যন্ত রুটে বাড়ানো হচ্ছে মেট্রোর সংখ্য়া ৷ আগামী 5 অগস্ট অর্থাৎ সোমবার থেকে সারাদিনে 48টি'র (24টি আপ ও 24টি ডাউন) পরিবর্তে চলবে 74টি মেট্রো পরিষেবা। এই মোট সংখ্যার মধ্যে 37টি আপ ও 37টি ডাউন পরিষেবা থাকছে। তবে দু'টি মেট্রোর মধ্যে ব্যবধান থাকবে 20 মিনিটের ৷
পাশাপাশি বর্তমানে এই লাইনে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পরিষেরা পান যাত্রীরা। মেট্রো মেলে না শনি ও রবিবার। পরিষেবা বাড়লেও আগামী মাস থেকে সোমবার থেকে শুক্রবার পর্যন্তই অরেঞ্জ লাইনে পরিষেবা মিলবে। শনি ও রবিবার বন্ধ থাকবে পরিষেবা ৷ আপাতত পরীক্ষামূলকভাবে দেওয়া হবে বাড়তি পরিষেবা ৷ যাত্রীদের থেকে কেমন সাড়া মিলছে, যাত্রী সংখ্যা ক্রমশ আরও বাড়ছে কিনা, নাকি রাতের দিকে ট্রেন খালিই থাকছে, এইসব বিষয় বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে ৷
মেট্রোর পক্ষ থেকে জানানো হয়েছে, শুধু পরিষেবার সংখ্যাই নয় পরিষেবার সময়ও বাড়ানো হবে। আগে অরেঞ্জ লাইনের পরিষেবা শুরু হত সকাল 9টার সময়। তবে এখন থেকে সেই সময়টি এগিয়ে নিয়ে এসে সকাল 8টা করা হয়েছে। অর্থাৎ অরেঞ্জ লাইনে আগামী মাস থেকে দিনের প্রথম মেট্রো পরিষেবা চালু হবে সকাল 8টার সময়। পাশাপাশি দিনের শেষ মেট্রো 4টে 40 মিনিটের পরিবর্তে পাওয়া যাবে রাত 8টার সময় ৷ অর্থাৎ, প্রায় চার ঘণ্টা বাড়তি পরিষেবা মিলবে ৷