কলকাতা, 14 অগস্ট:আরজি কর-কাণ্ডের আঁচ পড়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে ৷ চিকিৎসক-ছাত্রীর নৃশংস ধর্ষণ ও খুনের প্রতিবাদে আজ সকাল 8টা থেকে 4টে পর্যন্ত আউটডোর পরিষেবা বন্ধ রেখেছে ডাক্তারদের জয়েন্ট প্ল্যাটফর্ম । যদিও হাসপাতালের জরুরি বিভাগের পরিষেবা চালু রাখা হয়েছে। এমনকি, বহির্বিভাগে আগত রোগীদের অবস্থা গুরুতর হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ফেরত পাঠানো হচ্ছে । প্রয়োজনীয় ওষুধ লিখে দেওয়া হচ্ছে। কারওকে এক সপ্তাহ, কারওকে দু'সপ্তাহ পরে আসতে বলা হচ্ছে । যার জেরেই বিপাকে পড়েছেন রোগী ও তাঁদের পরিজনেরা । দূর দূরান্ত থেকে রোগীরা এসে ফিরে যেতে বাধ্য হচ্ছেন ৷
অধিকাংশ রোগীর আত্মীয়দের বক্তব্য, "যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত মর্মান্তিক এবং দুঃখজনক । ইতিমধ্যে প্রশাসনিক স্তরে তদন্ত শুরু হয়েছে ৷ সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে আদালত । তাহলে এখনও কেন চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হচ্ছে ? প্রশাসনিক গাফিলতির দায় কেন সাধারণ মানুষের উপরে চাপানো হচ্ছে ?" এই প্রশ্ন তুলছেন কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজে চিকিৎসা পরিষেবা নিতে আসা রোগী ও তাঁদের পরিজনরা।