কলকাতা, 14 জুন: পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) কাণ্ডে দু'জনকে গ্রেফতার করল সিআইডি ৷ ধৃতদের নাম শংকর বিশ্বাস ও পাপাই দাস। নদিয়ার কল্যাণী থেকে গ্রেফতার করেছে সিআইডি'র গোয়েন্দারা। দু'জনকেই শুক্রবার ভোররাতে গ্রেফতার করা হয়েছে বলে খবর। তাঁদের এদিন আলিপুর পুলিশ আদালতে পেশ করবেন রাজ্য পুলিশের গোয়েন্দারা। সিআইডি সূত্রে খবর, ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে মোট 11টি মোবাইল ফোন এবং একাধিক ব্যাঙ্কের পাসবুক-সহ বেশ কিছু নথিপত্র।
সিআইডি'র এক আধিকারিক জানান, এই ঘটনার তদন্তে নেমে প্রথমে সিআইডির আধিকারিকরা কল্যাণী থেকে শংকর বিশ্বাস নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে। সিজিও কমপ্লেক্সের প্রিন্সিপাল অ্যাকাউনটেন্ট জেনারেলের সিনিয়র অডিটর হিসেবে কাজ করতেন ধৃত শংকর বিশ্বাস। সিআইডি সূত্রে খবর, এই ঘটনায় প্রথমে কলকাতা পুলিশের আওতাধীন সার্ভে পার্ক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। তাকে গ্রেফতার করার পরেই প্রাথমিক জিজ্ঞাসাবাদে উঠে আসে পাপাই দাস নামে এক ব্যক্তির কথা। পরে এদিন ভোরে পাপাই দাসকেও ধুবুলিয়া থেকে গ্রেফতার করে সিআইডি'র আধিকারিকরা।