কলকাতা, 27 মার্চ: লোকসভা নির্বাচনের পারদ ক্রমশ উর্ধমুখী ৷ দিল্লি দখলের লড়াইয়ে ভোট প্রচারে ব্যস্ত নেতা-মন্ত্রীরা ৷ এই আবহে বোমার শব্দে কেঁপে উঠল কল্যাণীর গয়েশপুর ৷ গরু বাঁধতে গিয়ে কলাবাগানে মজুদ রাখা বোম ফেঁটে আহত হলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে কল্যাণী থানার অন্তর্গত গয়েশপুরের আনন্দপুরে। আহত ব্যক্তির নাম বিবেক দত্ত ৷ বয়স 45 বছর ।
স্থানীয়দের দাবি, আহত ব্যক্তি প্রতিদিনের মতন বৃহস্পতিবারও গরু নিয়ে তার চাষের জমিতে যান। গরু বেঁধে পাশেই কলার বাগান থেকে একটি কলাগাছের মোচা কাটছিলেন। তখনই কলাগাছের গোড়ায় থাকা বোমাতে পা পড়ে তার ৷ পায়ের চাপে বোমা ফেটে আহত হন বিবেক দত্ত।
বোমার শব্দে ছুটে আসে আশেপাশের মানুষজন। ঘটনাস্থলে থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে তড়িঘড়ি নিয়ে আসা হয় কল্যাণী জহরলাল নেহরু হাসপাতালে। শুরু হয় চিকিৎসা। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর পুলিশ ফাড়িঁর কর্তারা ৷ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে ৷ উঠছে একাধিক প্রশ্ন ৷ নির্বাচনের সময় কোথা থেকে এলো এই বোমা? কারাই বা রেখেছে? কি উদ্দেশ্যে রেখেছে? একাধিক প্রশ্ন এলাকাবাসীদের মুখে।