পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 70টি ঘর, মৃত্যু এক প্রৌঢ়ার - Massive Fire in Malda

Malda Fire: ভয়াবহ আগুনে পুড়ে ছাই 40টি পরিবারের 70টি'র মতো ঘর ৷ ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ এলাকায়। মৃত্যু এক প্রৌঢ়ার ৷

Etv Bharat
ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই 70টি বাড়ি

By ETV Bharat Bangla Team

Published : May 1, 2024, 8:10 PM IST

অগ্নিকাণ্ডে মৃত্যু এক প্রৌঢ়ার

মালদা, 1 মে: ভয়াবহ অগ্নিকাণ্ডে মালদায় পুড়ে ছাই 70টি ঘর। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক প্রৌঢ়ারও। বুধবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দটোলা গ্রাম পঞ্চায়েতের বলরামপুর বাঁধ এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি এই ঘটনায় প্রায় 75 লক্ষ টাকার ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যু হয়েছে বীণাপানি মণ্ডলের। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের কারণেই এই ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা জয়ন্ত মণ্ডল বলেন, "বছর খানেক আগে বর্ষার জমি তলিয়ে যাওয়ার পর কিছু মানুষ বলরামপুর বাঁধের ওপর বসবাস শুরু করেন। এদিন বিকেল চারটে নাগাদ শর্ট সার্কিট থেকে সুকুমার মণ্ডল নামে এক ব্যক্তির ঘরে আগুন ধরে যায়। নিমেষের মধ্যে আশেপাশে থাকা প্রায় 70টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডে প্রায় 75 লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে। অগ্নিকাণ্ডে সুকুমার মণ্ডলের ষাটোর্ধ্ব পিসির (বিশেষভাবে সক্ষম) মৃত্যু হয়েছে।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বিকেলে শর্ট সার্কিট থেকে বলরামপুর বাঁধ এলাকার বাসিন্দা সুকুমার মণ্ডলের বাড়িতে আগুন ধরে। তীব্র তাপপ্রবাহের কারণে তীব্র গতিতে সেই আগুন আশেপাশের বাড়িতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা কৃষিখেতে ব্যবহার করার পাম্প চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। কিন্তু আগুনের তীব্রতা এতটাই ছিল যে, কোনওমতেই তা নিয়ন্ত্রণে আনা যায়নি। খবর দেওয়া হল দমকলে ৷ ঘণ্টাখানেক পর দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে হাত লাগায়। ততক্ষণে এলাকার 40টি পরিবারের 70টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য সরকারি সাহায্যের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান বিদায়ী সাংসদ তথা উত্তর মালদা লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু ।

ABOUT THE AUTHOR

...view details