পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণে মৃত নাবালক, বিজেপির পথ অবরোধ - Pandua Bomb Blast - PANDUA BOMB BLAST

Pandua Bomb Blast: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভার দিন পাণ্ডুয়ায় বোমা বিস্ফোরণ ৷ মৃত এক নাবালক, জখম দুই। এর মধ্য়ে একজনের হাত উড়ল বোমার আঘাতে ৷

Pandua Bomb Blast
পাণ্ডুয়ার বিস্ফোরণের প্রতিবাদে বিজেপির অবরোধ (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : May 6, 2024, 11:19 AM IST

Updated : May 6, 2024, 2:29 PM IST

পাণ্ডুয়ার বিস্ফোরণের প্রতিবাদে বিজেপির অবরোধ (ইটিভি ভারত)

পাণ্ডুয়া, 06 মে:পাণ্ডুয়ার তিন্নায় বোমা বিস্ফোরণ ৷ মৃত এক, আহত দুই নাবালক। ঘটনাটি ঘটেছে নেতাজিপল্লিতে ৷ জানা গিয়েছে, সোমবার সকাল 8টা নাগাদ একটি খাদের পাশে খেলা করছিল তিন নাবালক ৷ সেই সময় বল ভেবে বোমায় পা দিতেই এই বিপত্তি ঘটে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় একজনের ৷ মৃতের নাম রাজ বিশ্বাস ৷ বয়স 11 বছর ৷ বাকি দু'জনকে গুরুতর আহত অবস্থায় প্রথমে পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ পরে তাদের চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে বলে খবর ৷

এদিকে বিস্ফোরণের এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পাণ্ডুয়া ৷ দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাস্তা অবরোধ করেন লকেট চট্টোপাধ্যায়ের নেতৃত্বে বিজেপি কর্মীরা । ঘটনায় রাজ্যের শাসক শিবিরকে কড়া আক্রমণ করেন লকেট ৷ সন্দেশখালি, মুর্শিদাবাদের ঘটনার তুলনা করে তিনি বলেন, "রক্তের উপর পা দিয়ে আজ হাঁটবেন অভিষেক ৷ রাজ্যে বোমার শিল্প তৈরি করেছে তৃণমূল ৷ চারিদিকে সন্ত্রাস চলছে ৷" ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানান তিনি ৷ ঘটনাচক্রে আজ হুগলিতে জনসভা করতে আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর সেই সভার আগে বিস্ফোরণের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, মৃত নাবালকের বাড়ি বর্ধমানের পাল্লা রোডে । মামাবাড়িতে ঘুরতে এসেছিল সে ৷ জখম দুই নাবালক রূপম বল্লভ ও সৌরভ চৌধুরী স্থানীয় বাসিন্দা ৷ দু'জনেরই বয়স 13 বছর ৷ তারা তিন্না হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র ৷ বোমার আঘাতে একটি হাত একটি হাত উড়ে রূপমের । অন্যদিকে, সৌরভের পায়ে চোট লেগেছে বলে খবর ৷

ঘটনা প্রসঙ্গে জখম রূপমের দিদিমা ঊষা বল্লভ বলেন, "প্রতিবেশী সন্টু বলে একটি ছেলে ডেকে নিয়ে যায় আমার নাতিকে। ও বাড়িতে বসে টিভি দেখছিল । বন্ধুর ডাকে খেলা করতে গিয়েছিল । আমি বাড়ির কাজে ব্যস্ত ছিলাম । সেই সময় বিকট আওয়াজের শব্দ শুনি। পাশে গিয়ে দেখি আমার নাতির বাঁ-হাত নেই ।" হুগলি সাংগঠনিক জেলার সভাপতি তুষার মজুমদার বলেন, "আমি ছোট থেকে এখানে বড় হয়েছি ৷ কিন্তু আজ পর্যন্ত এই ধরনের ঘটনা এই এলাকায় ঘটেনি ৷ আমাদের এলাকা বেশ শান্ত ৷"

ঘটনাস্থল থেকে একটি বোমা উদ্ধার হয়েছে । নির্বাচনী মরশুমে কোথা থেকে এল এই বোমা, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে হুগলির গ্রামীণ পুলিশ ৷ নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে রাজ্যের বিভিন্ন এলাকায় নাকা তল্লাশি চলছে । তারপরও কী করে বোমা বিস্ফোরন হয় তা নিয়ে প্রশ্ন উঠছে। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, "বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে । এলাকায় আরও বিস্ফোরক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে । দূর্ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে ।"

আরও পড়ুন:

Last Updated : May 6, 2024, 2:29 PM IST

ABOUT THE AUTHOR

...view details