গাইঘাটা, 20 সেপ্টেম্বর:মদ্যপ সৎ বাবা এসে দিদাকে কোপাচ্ছে ৷ মায়ের ইশারায় তখন ছোট্ট মেয়ে প্রাণভয়ে লুকিয়ে পড়েছে খাটের তলায় ৷ তবে বাবার কীর্তিকলাপ সবটাই তার চোখের সামনে ঘটে চলেছে তখনও ৷ বাধা দিতে গিয়ে ছুরির কোপে আহত হয় তার মা ও মামা ৷ এরপর বাবা চলে যেতেই 'বাঁচাও বাঁচাও', 'আমাদের মেরে ফেলল' বলে চিৎকার করতে থাকে ছোট্ট প্রাণ ৷ বুকে হাত চেপে চিৎকার করতে থাকে তার দিদাও ৷ তারপরই লুটিয়ে পড়েন ৷ প্রথমে কেউ না এলেও কিছুক্ষণ পর পাড়ার সকলে ভিড় জমায় বাড়িতে ৷ বৃহস্পতিবার রাতে এমনই ঘটনা ঘটেছে উত্তর 24 পরগনার গাইঘাটা থানার গুটড়ি ইংলিশপাড়ায় ৷
জানা গিয়েছে, পারিবারিক বিবাদকে কেন্দ্র করে শাশুড়িকে কুপিয়ে খুন করে মদ্যপ জামাই । ছুরির আঘাতে গুরুতর আহত হন শ্যালক এবং স্ত্রী । তাঁরা দু'জনেই বারাসত হাসপাতালে চিকিৎসাধীন । মৃতার নাম সরস্বতী বিশ্বাস । অভিযুক্ত রাজদীপ সরকারকে গ্রেফতার করেছে পুলিশ । স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাস ছয়েক আগে মৃতের মেয়ে বিনা বিশ্বাসের দ্বিতীয়বার বিয়ে হয় রাজদীপের সঙ্গে । অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই বিনাকে মারধর করত রাজদীপ । বুধবার রাতেও তাকে মারধর করে বলে অভিযোগ । মার খেয়ে সেখান থেকে সে বাবার বাড়িতে চলে আসে ।