কলকাতা, 16 জুলাই:রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের বদলির পর এবার কলকাতা পুলিশের একাধিক থানায় অফিসার ইনচার্জ ও অতিরিক্ত অফিসার ইনচার্জের রদবদল । জানা গিয়েছে, কলকাতা পুলিশের একাধিক থানার প্রায় 20 জন আধিকারিককে বদলি করা হয়েছে ।
লালবাজার সূত্রের খবর, যে সকল অফিসারকে ইতিমধ্যেই অন্য জায়গায় বদলি করা হয়েছে তাঁরা হলেন, সুমনকুমার দে, জয়ন্ত মুখোপাধ্যায়, বাপ্পাদিত্য নস্কর, জয়ন্তবিকাশ মিদ্যা, পার্থপ্রতিম চক্রবর্তী, সঞ্জয় মিশ্র, অঞ্জন সেন, অরুণাভ নস্কর, হীরক দলপতি, কুন্তল বিশ্বাস, অমিতাভ চক্রবর্তী, মৃণালকান্তি মুখোপাধ্যায়, অরিন্দম পাণ্ডা, মুকেশ সিং, নিরুপম দত্ত, শঙ্কর দাস, বন্ধুচরণ পাল, বাবাই ভট্টাচার্য, মহম্মদ আসদুল্লাহ খান ও সৌরভ দত্ত ।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের আইনশৃংখলার দায়িত্বে থাকা এক উচ্চপদস্থ আধিকারিক বলেন, কলকাতার যে সব থানা এলাকায় কিছুদিন ধরে আইনশৃংখলার খানিকটা অবনতি হয়েছে এবং যে সব থানায় ওসি ও অতিরিক্ত ওসিদের অনেক বছর হয়ে গিয়েছে, তাঁদের বদলি করা হয়েছে । যে সব থানার ওসি ও অতিরিক্ত ওসিদের বদলি করা হয়েছে সেই সব থানা হল, আনন্দপুর, ভবানীপুর, পার্কস্ট্রিট, রবীন্দ্র সরোবর, কালীঘাট, পোস্তা, পাটুলি, চারু মার্কেট, গিরিশ পার্ক, জোড়াসাঁকো ও যাদবপুর থানা । জানা গিয়েছে, কলকাতার আরও কয়েকটি থানায়ও আগামী দিনে পুলিশকর্মীদের বদলি করা হবে ।
এর আগে, লোকসভা নির্বাচনের সময় নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক জেলার পুলিশ সুপারদের অন্য জায়গায় পাঠানো হয়েছিল । ভোট মিটতেই সেই সব পুলিশ সুপারদের তাঁদের পুরনো জায়গায় ফেরত পাঠিয়েছিল নবান্ন । সোমবার নবান্নের তরফে একটি নির্দেশিকা জারি করে জানানো হয় যে, রাজীব কুমারকে রাজ্য পুলিশের ডিজি পদে ফিরিয়ে আনা হচ্ছে ৷ রাজীব কুমারকে ডিজি পদে ফেরানোর পাশাপাশি সঞ্জয় মুখোপাধ্যায়কে ফেরানো হয়েছে দমকলের ডিজি পদে । তিনি এতদিন রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিবের দায়িত্ব সামলাচ্ছিলেন ।