আলিপুরদুয়ার, 28 জানুয়ারি: দুই ট্রেনি নার্সকে শ্লীলতাহানির অভিযোগে এক নার্সিং স্টাফকে গ্রেফতার করল আলিপুরদুয়ার থানার পুলিশ।
ওই দুই নার্সিং পড়ুয়ার সঙ্গে কর্তব্যরত অবস্থায় শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানায় আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষই। তারই পরিপ্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় বলে খবর।
জানা গিয়েছে, গত 25 জানুয়ারি সকালে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে ইমারজেন্সি ওয়ার্ডে ওই শ্লীলতাহানির ঘটনা ঘটে ৷ রবিবার প্রজাতন্ত্র দিবস থাকায় বিষয়টি প্রকাশ্যে আসেনি। ওই ঘটনা নিয়ে সোমবার সকাল থেকেই জেলা হাসপাতাল চত্বরে শোরগোল পড়ে যায়। ঘটনা জানাজানি হতেই হাসপাতালে ছুটে আসেন ওই দুই নার্সিং পড়ুয়ার অভিভাবক থেকে শুরু করে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায়-সহ একাধিক স্বাস্থ্য আধিকারিকরা। এরপর রীতিমতো ম্যারাথন বৈঠকের পর এদিন সন্ধ্যায় ওই অভিযুক্ত স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ জানান জেলা হাসপাতালের সুপার পরিতোষ মণ্ডল। সঙ্গে ওই অভিযুক্ত স্বাস্থ্য কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্তও শুরু করা হয়েছে বলে জানা গিয়েছে।