চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে নার্সিংহোম ভাঙচুর আসানসোল, 4 মার্চ:রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার আসানসোল ৷ চিকিৎসায় গাফিলতির অভিযোগে নার্সিংহোমে ভাঙচুর রোগীর পরিবারের ৷ স্থানীয় দক্ষিণ থানার অন্তর্গত এলবি গরাই রোডের হিলিভিউ এলাকার নার্সিংহোম রবিবার রোগীর আত্মীয়রা ভাঙচুর করে বলে অভিযোগ ৷ পুলিস গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে ৷ রোগীর আত্মীয়ের বিরুদ্ধে চিকিৎসকদের গাড়ি ভাঙচুরেরও অভিযোগ সামনে এসেছে ৷
মৃতের মনোজ কুমার (37) আসানসোল ডিভিশনের রেলের টিকিট পরীক্ষক ছিলেন বলে জানা গিয়েছে ৷ মৃতের পরিবার সূত্রে খবর, ওই ব্যক্তির অ্যাপেনডিক্স ধারা পড়েছিল ৷ শনিবার হঠাৎ যন্ত্রণা শুরু হওয়ায় তাঁকে ওই বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল চিকিৎসার জন্য ৷ কিন্তু পরবর্তী সময়ে রোগীর পরিবারের লোকেরা মনোজ বাবুকে অন্য হাসপাতালে নিয়ে যেতে চান।
অভিযোগ, ওই নার্সিংহোম কর্তৃপক্ষ রোগীকে ছাড়তে অস্বীকার করে। অস্ত্রোপচারের জন্য ওই নার্সিংহোমেই রাখতে বাধ্য হয় রোগীর পরিবার । রবিবার ওই রোগীর অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে জানানো হয়, অপারেশনের সময় কার্ডিয়াক ফেলিওর হয়ে রোগীর মৃত্যু হয়েছে ৷ মৃতের পরিবারের অভিযোগ, অপারেশনের আগে সমস্ত শারীরিক পরীক্ষা করা হয়েছিল। তাতে কোনও সমস্যা পাওয়া যায়নি। ফলত চিকিৎসার গাফিলতির কারণেই মৃত্যু হয়েছে ।
এরপরেই উত্তেজিত জনতা ওই নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় । নার্সিংহোমের ওয়ার্ড থেকে শুরু করে কাঁচের দরজা, নানান যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয় ভাঙচুরের ফলে। এমনকী নার্সিংহোমে থাকা চিকিৎসকদের গাড়িগুলিতেও ভাঙচুরের অভিযোগ করা হয়েছে রোগীর পরিবারের বিরুদ্ধে ৷ নার্সিংহোম ভাঙচুরের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আসানসোল দক্ষিণ থানার পুলিশ। নামানো হয় কমব্যাট ফোর্সও। পুলিশ গিয়ে তদন্তের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেয় মৃতের পরিবার ৷ ঘটনা প্রসঙ্গেই আসানসোল দক্ষিণ থানার পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত করা হচ্ছে। কিভাবে রোগীর মৃত্যু হল জানতে চাওয়া হয়েছে নার্সিংহোম কর্তৃপক্ষের কাছে।
আরও পড়ুন:
- চিকিৎসার গাফিলতিতে রোগী মৃত্যু, হাসপাতালে 'ভাঙচুর' পরিজনদের
- রোগী মৃত্যুতে ভাঙচুর শ্রীরামপুর ওয়ালশ হাসপাতাল
- হাতের আংটি দেবে হৃদয়ের সুরক্ষা, নয়া দিশা দেখাচ্ছে এসএসকেএম