পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

'পিছন থেকে ধাক্কা নয়', বিতর্কে মন্তব্য বদলে ব্যাখ্যা এসএসকেএম অধিকর্তার - SSKM Explanations on CMs Injury

SSKM Explanations on CM's Injury: বৃহস্পতিবার রাতে এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি থেকে জানা যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধাক্কা মারা হয়েছিল ৷ আজ সকালে সেই বিবৃতি বদল করলেন তিনি ৷ তাঁর 'ধাক্কা' মন্তব্যের ব্যাখ্যা দিলেন এসএসকেএম ডিরেক্টর ৷

ETV BHARAT
ETV BHARAT

By ETV Bharat Bangla Team

Published : Mar 15, 2024, 11:45 AM IST

কলকাতা, 15 মার্চ: এসএসকেএম হাসরপাতালের তৈরি মেডিক্যাল বুলেটিনের জেরে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্ঘটনায় লালবাজারের বিশেষ দল গঠন করে তদন্ত শুরু হয়েছে ৷ এবার সেই এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর বা অধিকর্তা মণিময় বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, "পিছন থেকে কেউ ধাক্কা দেয়নি, হোঁচট খেয়ে পড়ে যান মুখমন্ত্রী ৷" তাহলে তিনি যে গতকাল রাতে বললেন, পিছন থেকে ধাক্কা মারা হয়েছে মুখ্যমন্ত্রীকে !

গতকালের বিতর্কিত মন্তব্যের ব্যাখ্যা দিলেন এসএসকেএম ডিরেক্টর ৷ তিনি বলেন, "শারীরিকভাবে পিছন থেকে কেউ ধাক্কা দেয়নি ৷ কিছু একটা ঠেলে দেওয়ার মতো অনুভূতি হয়েছে, যার ফলে হোঁচট খেয়ে পড়ে যান মুখ্যমন্ত্রী ৷" অর্থাৎ, কেউ তাঁকে ধাক্কা মেরেছেন, তা নয় ৷ কিন্তু, গতকাল হাসপাতালের বিবৃতির জেরে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে ফের একবার প্রশ্ন উঠে গিয়েছিল ৷ বাড়ির ভিতরে যদি কেউ তাঁকে ধাক্কা দিয়ে থাকেন, তাহলে তা রাজ্যের প্রশাসনিক প্রধানের নিরাপত্তার ক্ষেত্রে গুরুতর বিষয় ৷

সেই বিতর্কেই আজ সকালে জল ঢাললেন এসএসকেএমের অধিকর্তা ৷ উল্লেখ্য, গতকাল সন্ধেয় নিজের ঘরে হোঁচট খেয়ে পড়ে যান মমতা ৷ সেই সময় তিনি ঘরে একাই ছিলেন ৷ তাঁর দেখভালের জন্য যিনি রয়েছেন, তিনিই প্রথম বিষয়টি সকলকে জানান ৷ দ্রুত তাঁকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে মুখ্যমন্ত্রীকে এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভরতি করানো হয় ৷ তাঁর চিকিৎসার জন্য 8 সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে ৷

রাতেই এসএসকেএমের পাশে বাঙুর ইনস্টিটিউশন অফ নিউরোলজিতে ইকোকার্ডিয়োগ্রাম ও সিটি স্ক্যান করানো হয় মমতার ৷ সিটি স্ক্যানের রিপোর্ট আজ সকালে এসেছে ৷ সেখানে উল্লেখ্য করা হয়েছে, মুখ্যমন্ত্রীর চোট পাওয়া জায়গায় কানকনশ বা প্রচন্ড ঝাঁকুনি হয়েছে ৷ যার ফলে কেটে যাওয়া জায়গা দিয়ে রক্তক্ষরণ শুরু হয় ৷ তবে, ইন্টারনাল কোনও চোট তাঁর সিটি স্ক্যানের রিপোর্টে ধরা পড়েনি ৷ তবে, কানকশনের জন্য সামান্য ঝিমুনিভাব ছিল ৷ আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে ৷ রাতে একজন সিনিয়র চিকিৎসক তাঁর বাড়িতে তত্ত্ববধানে ছিলেন ৷ রাতে মুখ্যমন্ত্রী ভালো ঘুমিয়েছেন বলেও রাজ্য সরকারের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. মুখ্যমন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল, রাতে ভালো ঘুম হয়েছে
  2. পিছন থেকে মুখ্যমন্ত্রীকে ধাক্কা মারল কে? তদন্তে সিট গঠন লালবাজারের
  3. ‘পিছন থেকে ধাক্কা লেগেছে মুখ্যমন্ত্রীর’, দাবি এসএসকেএমের মেডিক্যাল বুলেটিনে

ABOUT THE AUTHOR

...view details