কলকাতা, 9 মে:রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে দোষ প্রমাণিত না-হওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে যে কোনও রকম কুরুচিকর মন্তব্য বন্ধ করার আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল মামলা। হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের বেঞ্চ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে বলে জানা গিয়েছে। আগামী মঙ্গলবার মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে হাইকোর্টে। আইনজীবী সৌম্য মজুমদার ও আইনজীবী তীর্থঙ্কর দে বৃহস্পতিবার এই বিষয়ে প্রধান বিচারপতির দৃষ্টি আকর্ষণ করেন ৷ প্রধান বিচারপতি শিবজ্ঞানম মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
উল্লেখ্য, রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনের এক অস্থায়ী মহিলা কর্মীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। সেই ঘটনায় পুলিশে অভিযোগ দায়ের হওয়ার পর ইতিমধ্যে লালবাজারের তরফে আট সদস্যের সেট-এর দল তৈরি করা হয়েছে এই ঘটনা খতিয়ে দেখতে। রাজ্যের রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ অত্যন্ত মর্যাদাহানিকর বিষয় বলে ইতিমধ্যেই আলোচনা ও রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। কিন্তু তিনি মোটেও পিছু হটার পাত্র নন বলেও পালটা জানিয়ে দিয়েছেন রাজ্যপাল। তিনি সব রকম তদন্তের মুখোমুখি হবেন বলে জানিয়েছেন রাজ্যপাল ৷