কলকাতা, 12 এপ্রিল: নির্মাণ আইনি নাকি বেআইনি, এসব না দেখেই শহরজুড়ে ফ্ল্যাট, বাড়ির মালিক বা দখলদারদের থেকে কর আদায় করত কলকাতা পৌরনিগম । গার্ডেনরিচকাণ্ডের পর ইটিভি ভারত সেই তথ্য প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরে । সেই খবরের জেরে এবার বড় পদক্ষেপ নিল কলকাতা কর্পোরেশনের পৌর কমিশনার । সম্প্রতি জারি হয়েছে 56 নম্বর সার্কুলার ।
কলকাতা কর্পোরেশন সূত্রে খবর, কর আদায়ের ক্ষেত্রে যদি দেখা যায় কোনও বাড়ি, নির্মাণ বা ফ্ল্যাটের সম্পূর্ণ অংশ বা একাংশ যদি বিল্ডিং বিভাগের অনুমোদিত না হয়, নির্মাণের নকশা বা কাজ আইনমাফিক সম্পূর্ণ হওয়ার সার্টিফিকেট না থাকে এমন মালিক বা দখলদার 'নিয়মমাফিক' কর প্রদান করেন, সেক্ষেত্রে ফ্লোর ও ফ্ল্যাট নম্বরের অবস্থান-সহ নির্দিষ্ট তথ্য বিস্তারিতভাবে অনলাইন সিস্টেমে তুলতে হবে । যদি বিল্ডিং নকশা না থাকে বা অনুমোদনের আবেদন অপেক্ষায় থাকে সেই সব তথ্যও দিতে হবে । পাশাপশি আদালতের নির্দেশে কিছু করতে হলে সেটাও উল্লেখ করতে হবে । সেই অনুসারে কলকাতা কর্পোরেশনের আইটি বিভাগ সেই সমস্ত নকশা বা তথ্য অনুসন্ধান করবে ও রিমার্কস লিখবে ।
যদি নির্মাণ, বহুতল বা ফ্ল্যাট অনুমোদনহীন হয় তাহলে কর মূল্যায়নের দেওয়া সব তথ্য রিমার্কস বিস্তারিতভাবে তুলবে ৷ সেই সব তথ্য পাবলিক ডোমেনে প্রকাশ করবে । এই নির্দেশিকায় আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট করদাতার কর মূল্যায়নের নম্বর ব্লক করে দেবে প্রয়োজনে । এই সব তথ্য আইটি বিভাগ ওয়ার্ড, এলাকা ও ঠিকানা ধরে বিল্ডিং বিভাগের কাছে তুলে দেবে । বিল্ডিং বিভাগ আইনি পদক্ষেপ গ্রহণ করবে ।
এই বিষয়ে এক আধিকারিক বলেন, বহু বেআইনি বাড়ি বা ফ্ল্যাটের মালিক, দখলদার নিয়মমাফিক করদাতা । সরকারি রেজিস্ট্রেশন করার পর সেই তথ্যর উপর ভিত্তি করে মিউটেশন হয় অ্যাসেসমেন্ট নম্বর পায় । এরপর নতুন ফ্ল্যাট করে লোকজন ঢুকে গেলে অনেকক্ষেত্রেই বেআইনি হলেও তার জল, নিকাশি পরিষেবা পৌরসভার ব্যয়ভার করে ৷ তাই আমরা কর আদায় করি । এবার তেমন করদাতাদের খুঁটিনাটি খোঁজ দেবে কর মূল্যায়ন বিভাগ । তারা আইটিকে দেবে । আইটি বিভাগ দেবে বিল্ডিং বিভাগকে । তারা ব্যবস্থা নেবে । বিল্ডিং বিভাগ মনে করলে আইনমাফিক সেই অংশ ভেঙে দেবে ।
আরও পড়ুন :
- শহরের কোথায় কোন নির্মাণ বেআইনি, খুঁটিনাটি তথ্য এবার হাতের মুঠোয়
- বেআইনি নির্মাণ বরদাস্ত নয়, ইঞ্জিনিয়ারদের বৈঠকে জিরো টলারেন্সের বার্তা ফিরহাদের
- বড়বাজারে ফায়ার এক্সিট আটকে বেআইনি নির্মাণ, কাজ বন্ধের নোটিশ পৌরনিগমের