পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

একটি গাছ থেকেই মিলবে 10 কেজি সরষে! অভিনব চাষে দিশা দেখাচ্ছেন নদিয়ার কৃষক - সরিষা

Mustard Cultivation in Nadia: প্রায় 7 ফুট লম্বা একটি গাছ থেকেই মিলবে 10 কেজি করে সরিষা ৷ অভিনব শস্য চাষ করে নতুন আয়ের দিশা দেখাচ্ছেন নদিয়ার কৃষক ৷ 100 গ্রাম বীজ দিয়ে এক বিঘা জমিতে এই সরিষার চাষ করা যাবে বলে দাবি করেছেন তিনি ৷

Mustard Cultivation
সরিষা চাষ

By ETV Bharat Bangla Team

Published : Feb 12, 2024, 1:34 PM IST

অভিনব সরিষা চাষে দিশা দেখাচ্ছেন নদিয়ার কৃষক

গাংনাপুর, 12 ফেব্রুয়ারি: এক একটি গাছের উচ্চতা সাত ফুট ৷ এই একটি গাছ থেকেই পাওয়া যাবে প্রায় 10 কেজি করে সরিষা। অভিনব চাষের মাধ্যমে নতুন করে আয়ের দিশা দেখাচ্ছেন নদিয়া জেলার গাংনাপুরের এক কৃষক ।

নদিয়ার গাংনাপুর থানার দেবগ্রাম গ্রাম পঞ্চায়েতের কোড়াবাড়ি গ্রামের বাসিন্দা বিকাশ দাস। কৃষিকাজ করেই তাঁর সংসার চলে। তবে বর্তমান সময়ে কেবল চাষের উপর নির্ভর করে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়াচ্ছে ৷ এমন অভিযোগ হামেশাই কৃষকদের কাছ থেকে শোনা যায়। অনেকে আবার কৃষিকাজ ছেড়ে অন্যান্য পেশায় যোগ দিয়েছেন । একদিকে যেমন রাসায়নিক এবং কীটনাশক কিংবা জৈব সারের দাম বৃদ্ধি ৷ অন্যদিকে খরচের তুলনায় কম দামে বিক্রি করতে হয় বিভিন্ন কৃষিজ দ্রব্য ৷ লাভ তো দূরের কথা, অনেক সময় ক্ষতির মুখে পড়েন চাষিরা । তার মাঝে বিকাশের এই উদ্যোগ প্রশংসা কুড়োচ্ছে ৷

নদিয়া জেলা-সহ পশ্চিমবঙ্গে সাধারণ যে সমস্ত শস্য চাষ হয়ে থাকে তাতে লাভ কম থাকে চাষিদের ৷ তাতে করে অতিরিক্ত লাভের আশা থেকে বঞ্চিত হন চাষিরা । বিকাশ দাস জানান, প্রথমে তাঁর বন্ধু ইউটিউবে তাঁকে একটি ভিডিয়ো দেখান । সেই ভিডিয়োতে দেখা যায়, এই অভিনব শস্যের বিবরণ । সেই বিবরণ দেখেই তিনি হরিয়ানা থেকে 100 গ্রাম বীজের অর্ডার দেন । 100 গ্রাম বীজ কিনতে তাঁর খরচ পড়ে 500 টাকা । ক্যুরিয়ারের মাধ্যমে তাঁর বাড়িতে এসে পৌঁছয় এই বীজ। তিনি প্রথমে ছয় কাটা জমিতে এই শস্য চাষ করেন । তার জমিতে এই সরিষা গাছের এক একটির উচ্চতা হয়ে দাঁড়িয়েছে সাত ফুট ।

চাষি বিকাশ দাস বলেন, "100 গ্রাম বীজ দিয়ে এক বিঘা জমিতে এই সরিষার চাষ করা যাবে । অন্যান্য যে সমস্ত সাধারণ শস্য চাষ রয়েছে সেখানে বিঘা প্রতি দু'কুইন্টাল শস্য পাওয়া যায় । কিন্তু এই শস্য চাষ করলে বিঘা প্রতি প্রায় ছয় থেকে সাত কুইন্টাল, কখনো কখনো 8 কুইন্টাল পর্যন্ত শস্য পাওয়া যাবে । তবে অন্যান্য সাধারণ শস্য চাষের খরচের তুলনায় সামান্য একটু বেশি এই সরিষা চাষ । মূলত দু'বার জমিতে সেচের ব্যবস্থা করতে হয় । প্রায় চার মাসেরও কম লাগে এই শস্য চাষ করতে ।" তাঁর কথায়, অন্যান্য শস্য চাষ করে চাষিরা হতাশ হয়ে পড়ছেন ৷ এই শস্য চাষ করলে অনেকটাই লাভের মুখে দেখতে পাবেন চাষিরা । বাংলার বিভিন্ন জেলার আবহাওয়ায় এই চাষ সম্ভব বলে জানিয়েছেন বিকাশ দাস ।

আরও পড়ুন:

  1. আবহাওয়ার খামখেয়ালিপনা, নাবি ধসা আলু গাছে, ক্ষতির সম্ভাবনা, বাড়বে কি আলুর দাম?
  2. সরষে থেকে তিল-সয়াবিন চাষে জোর, বদলে যেতে পারে দেশের কৃষি-মানচিত্র
  3. আলু-আদা-হলুদের পর টমেটো ! কালো সবজি চাষে দিশা দেখাচ্ছেন গয়ার চাষি

ABOUT THE AUTHOR

...view details