কলকাতা, 26 ফেব্রুয়ারি: সন্দেশখালির বেতাজ বাদশা বর্তমানে পলাতক শেখ শাহজাহানের বিরুদ্ধে আগেই মামলা রুজু করেছিল রাজ্য পুলিশ। এবার ফের নতুন করে আরও একটি লুটপাঠ-এর অভিযোগে মামলা দায়ের করল সন্দেশখালি থানার পুলিশ। সূত্রের খবর, ওই এলাকার গৌর দাস নামে এক ব্যক্তির দায়ের করা এই অভিযোগের ভিত্তিতেই শেখ শাহজাহানের বিরুদ্ধে সন্দেশখালি থানার পুলিশ ফের নতুন অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শাহজাহানের লোকেরা তাঁকে ভয় দেখিয়ে 80 হাজার টাকা লুঠ করে নিয়েছে ৷ এমনকী তাঁর পৈতৃক ভিটে পর্যন্ত নিজেদের নামে লিখিয়ে নিয়েছিল বলেও অভিযোগ গৌর দাসের। যদিও শাহজাহানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ দায়ের হলেও এখনও পর্যন্ত তাঁকে গ্রেফতার তো দূরের কথা, তাঁর টিকির নাগালও পায়নি পুলিশ। এই বিষয়ে অবশ্য রাজ্যের শাসকদলের তরফে বার বার বলা হচ্ছে যে আদালতে বিভিন্ন মার প্যাচের জন্যই শেখ শাহজাহানকে নাকি গ্রেফতার করতে পারছে না তদন্তকারীর ! এর আগেও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ভবানী ভবনের সাংবাদিক বৈঠক করেও জানিয়েছিলেন যে, শাহজাহানের বিরুদ্ধে প্রথম অভিযোগ দায়ের করেছিল ইডি। সুতরাং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটেরই দায় শাহজাহানকে গ্রেফতার করার।
যদিও সোমবার সকাল থেকেই বেড়মজুর এলাকা দফায় দফায় অশান্ত হয়ে ওঠে ৷ সেখানে প্রচুর পরিমাণে মহিলা পুলিশ কর্মী মোতায়েনও করা হয়েছে। গ্রামের মহিলারা রীতিমতো একের পর এক তৃণমূল কর্মীদের বাড়ি চিহ্নিত করে সেখানে ভাঙচুর চালাচ্ছে বলেও অভিযোগ এসেছে। এই বিষয়ে বসিরহাট জেলা পুলিশের তরফে বলা হয়েছে যে, আইন যেন সাধারণ মানুষ নিজের হাতে তুলে না নেয়। নিজের হাতে সাধারণ মানুষ আইন তুলে নিলে সেই ব্যক্তির বিরুদ্ধে পুলিশের তরফ থেকে তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া অবলম্বন করা হবে। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের এদিনের স্পষ্ট নির্দেশের পর নতুন করে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে ৷