পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

অধ্যক্ষের কাছে শপথ নিয়ে সংকটে দুই বিধায়ক সায়ন্তিকা-রেয়াত, জরিমানার হুঁশিয়ারি রাজ্যপালের - West Bengal Assembly - WEST BENGAL ASSEMBLY

TMC MLAs Oath: শপথ সংকটে তৃণমূলের দুই বিধায়ক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় এবং রেয়াত হোসেন ৷ এর আগে তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

TMC MLAs Oath
শপথ নিয়ে সংকটে দুই বিধায়ক (ফাইল চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Jul 22, 2024, 3:24 PM IST

কলকাতা, 22 জুলাই: বিধানসভার বিশেষ অধিবেশন ডেকে দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় ৷ যা নিয়ে পালটা হুঁশিয়ারি দিল রাজভবন ৷ চিঠি দিয়ে রাজভবনের তরফে জানিয়ে দেওয়া হল দুই বিধায়কের শপথ অসংবিধানিক ৷ দুই বিধায়কের জরিমানাও হতে পারে বলে জানানো হয়েছে ৷

ভগবানগোলা আর বরানগর থেকে তৃণমূলের টিকিটে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন রেয়াত হোসেন এবং সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ৷ দু'জনের শপথ নিয়ে এরপর জটিলতা ৷ তাঁদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে বিধানসভার রুল বুকের দু'নম্বর চ্যাপ্টারের পাঁচ নম্বর ধারা অনুসারে তাদের শপথ বাক্য পাঠ করানো হয়েছিল। সোমবার চিঠি দিয়ে দুই বিধায়কের এই শপথকে অসংবিধানিক আখ্যা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন দুপুরে দুই বিধায়ককে মেইল করে তাঁদের শপথ যে সংবিধানসম্মত নয় সে কথা জানানো হয়েছে রাজভবনের তরফে।

জানা গিয়েছে, এদিন রাজভবনের তরফে যে চিঠি দেওয়া হয়েছে, তাতে স্পষ্ট ভাষায় বলে দেওয়া হয়েছে, কোনওভাবেই রুলবুকের দুই নম্বর চ্যাপ্টারের পাঁচ নম্বর ধারা রাজ্যপালের ক্ষমতার ঊর্ধ্বে হতে পারে না। এক্ষেত্রে রাজভবনের নির্দেশ না মানার জন্য দুই বিধায়কের জরিমানা পর্যন্ত হতে পারে। এদিন মোট 37টি বিষয় উল্লেখ করে এক্ষেত্রে কী কী হতে পারে, সে বিষয়ে তাঁদের জানানো হয়েছে। একই সঙ্গে জানানো হয়েছে, সঠিক পদ্ধতিতে শপথ না নিয়ে বিধানসভার অধিবেশনে অংশগ্রহণ করলে প্রতিদিন তাদের 500 টাকা করে ফাইন দিতে হতে পারে। ফলে গোটা ঘটনায় বিপাকে তৃণমূলের দুই বিধায়ক চিঠি পাওয়ার পরই তাঁরা সরাসরি অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছেন ৷ গোটা ঘটনায় দুই বিধায়কই অধ্যক্ষের হস্তক্ষেপ চাইছেন।

ABOUT THE AUTHOR

...view details