পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বাড়ির ছাদ টপকে ঘরে ঢুকে নাবালিকাকে ধর্ষণ, ধৃত পড়শি প্রৌঢ় - MINOR GIRL RAPED IN HASNABAD

গাইঘাটার পর হাসনাবাদ । সপ্তাহ কাটতে না কাটতেই ফের ধর্ষণের ঘটনা ৷ নাবালিকাকে ধর্ষণে গ্রেফতার প্রতিবেশী প্রৌঢ় ৷

Hasnabad Minor Rape Case
প্রতীকী ছবি (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 7, 2024, 5:50 PM IST

হাসনাবাদ, 7 নভেম্বর: বাবা-মা না থাকার সুযোগে ছাদ টপকে বাড়িতে ঢুকে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি প্রৌঢ়ের বিরুদ্ধে । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার হাসনাবাদে । নির্যাতিতা কিশোরীর পরিবার বৃহস্পতিবার সকালে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযুক্ত প্রৌঢ়কে গ্রেফতার করে পকসো আইনে মামলা রুজু করেছে । নির্যাতিতা ছাত্রীর মেডিক্যাল টেস্টও হয়েছে বলে খবর পুলিশ সূত্রে । স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত প্রৌঢ়ের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার ওই কিশোরীর বাবা ও মা দু'জনেই কলকাতায় গিয়েছিলেন । বাড়িতে একাই ছিল কিশোরী । সন্ধ্যার পরে ছাদে জামা-কাপড় তুলতে গিয়েছিল সে । পাশের বাড়ির ছাদ থেকে তখন নাবালিকাকে লক্ষ্য করে অশ্লীল অঙ্গভঙ্গি করতে থাকে অভিযুক্ত । বাবা-মা না থাকায় বাড়ির দরজা বন্ধ করে রেখেছে বলেও তাকে কথা শোনায় ৷ ভয় পেয়ে কিশোরী ছাদের দরজা বন্ধ না করেই দৌড়ে নীচের ঘরে চলে আসে ।

দুই বাড়ির ছাদ কাছাকাছি হওয়ার ফলে ছাদ ডিঙিয়ে কিশোরীর পিছন পিছন নীচে নেমে আসে অভিযুক্ত ৷ এরপর ঘরের ভিতরে ঢুকে তাকে ধর্ষণ করে বলে অভিযোগ ৷ এমনকি ঘটনার কথা কাউকে জানালে নাবালিকাকে প্রাণনাশের হুমকিও দিয়ে যায় সে । এরপর রাত দশটা নাগাদ কিশোরীর বাবা-মা বাড়ি ফিরে দেখেন, মেয়ে অন্ধকার ঘরে শুয়ে কাঁদছে । জিজ্ঞেস করতেই প্রতিবেশী প্রৌঢ়র কুকীর্তির কথা বাবা-মাকে জানায় সে ৷

বৃহস্পতিবার সকালে কিশোরীর বাবা-মা হাসনাবাদ থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন । পুলিশ তারপরই অভিযুক্তকে গ্রেফতার করে । ধৃতকে এদিন বসিরহাট মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক তাকে পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ।

প্রসঙ্গত, গত রবিবার গাইঘাটার ঠাকুরনগর এলাকায় দশম শ্রেণির এক ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পড়শি যুবক ধর্ষণ করে পালিয়ে যায় বলে অভিযোগ । পরে, পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে । রাজ্যের নারী ও শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধি দল ঠাকুরনগরে ঘটনার তদন্তে আসে ।সেই ঘটনার জের না-কাটতেই বুধবার রাতে হাসনাবাদে দশম শ্রেণির আরও এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল পড়শি প্রৌঢ়ের বিরুদ্ধে ।

ABOUT THE AUTHOR

...view details