কলকাতা, 18 ফেব্রুয়ারি: আজ রাজ্যে আসছেন জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। তিনি সন্দেশখালি যাবেন বলেও খবর। দু'দিনের রাজ্য সফরে আসছেন তিনি। এখনও পর্যন্ত জানা গিয়েছে, সোমবার কলকাতা বিমানবন্দরে নেমে সোজা সন্দেশখালির উদ্যেশে রওনা দেবেন রেখা শর্মা ও তাঁর দল। সন্দেশখালি পৌঁছে তিনি নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন।
এরপর জেলা শাসক এবং পুলিশ কর্তাদের সঙ্গেও বৈঠক করতে পারেন তিনি। দ্বিতীয় দিনে অর্থাৎ মঙ্গলবার রাজ্যের মুখ্যসচিব বিপি গোপালিকা এবং রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গেও সন্দেশখালির সার্বিক আইনশৃঙ্খলা অবস্থা বিশেষ করে ওই অঞ্চলে মহিলা এবং শিশুরা ঠিক কতখানি নিরাপদ এবং তাঁদের সুরক্ষার স্বার্থে ঠিক কী কী পদক্ষেপ করা হচ্ছে সেই নিয়ে বৈঠক করতে পারেন রেখা শর্মা।
প্রসঙ্গত, গত সপ্তাহে জাতীয় মহিলা কমিশনের সদস্যরা ঘুরে যান সন্দেশখালি। ওখানে নির্যাতিতাদের সঙ্গেও কথা বলেন এবং তাঁদের বক্তব্য ভিডিওগ্রাফি করেন। প্রসঙ্গত, এর আগে গত বছর জুলাই মাসে হাওড়ার পাঁচলায় যান জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মা। পঞ্চায়েত নির্বাচনে এক মহিলা বিজেপি প্রার্থীর উপর তৃণমূলের দুষ্কৃতীরা হামলা চালায় বলেই অভিযোগ ওঠে। তাঁর সঙ্গেই দেখা করে কেন্দ্রকে রিপোর্ট দিতেই শেষবারের মতো রাজ্যে এসেছিলেন রেখা শর্মা। এবার আবার আসছেন।
অন্যদিকে, সন্দেশখালিকাণ্ডে গণধর্ষণের ধারা যুক্ত করেছে পুলিশ ৷ শনিবার শিবু হাজরা ও উত্তম সর্দারের বিরুদ্ধে গণধর্ষণের পাশাপাশি খুনের চেষ্টার মামলাও যুক্ত করা হল ৷ সন্দেশখালিকাণ্ডের 20 নম্বর মামলায় নির্যাতিতা এক মহিলার গোপন জবানবন্দির ভিত্তিতে এই দু'টি ধারা যুক্ত হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। সবমিলিয়ে সন্দেশখালিকাণ্ড যে নয়া মোড় নিতে চলেছে, তা বলাই বাহুল্য ৷