পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

পর্যটকদের জন্য সুখবর, এনজেপি থেকে নামমাত্র খরচে সরকারি বাসে পৌঁছানো যাবে পাহাড়ে - NJP TO DARJEELING TAXI BUS SERVICE

আগামিকাল, বুধবার থেকে শুরু হবে এই পরিষেবা ৷ এনবিএসটিসি এই পরিষেবা চালু করছে ৷

NJP TO DARJEELING TAXI BUS SERVICE
এনজেপি থেকে নামমাত্র খরচে সরকারি বাসে পৌঁছানো যাবে পাহাড়ে (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : 6 hours ago

শিলিগুড়ি, 17 ডিসেম্বর: বড়দিনের আগে পর্যটকদের জন্য দারুণ উপহার নিয়ে এল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম (এনবিএসটিসি) । এবার থেকে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকেই সরকারি বাসে নামমাত্র খরচে পৌঁছে যাওয়া যাবে পাহাড়ে । আর এনবিএসটিসির এই পরিষেবা চালু করতেই খুশির হাওয়া পর্যটনমহলে ।

চলতি সপ্তাহের বুধবার থেকে চালু হবে এনজেপি থেকে শৈলরানী দার্জিলিং, মিরিক ও কার্শিয়াং পর্যন্ত ট্যাক্সি বাস পরিষেবা । বুকিং শুরু হতেই পর্যটকদের দারুণ উৎসাহ লক্ষ্য করা গিয়েছে । সরকারের বেঁধে দেওয়া রেট নিয়ে অবশ্য দরদামের সুযোগ নেই । এনবিএসটিসির সাইট থেকে অনলাইনে ওই ট্যাক্সি বাসের বুকিং করা যাবে । এছাড়াও শিলিগুড়ি থেকে কলকাতা, কোচবিহার থেকে শিলিগুড়ি এসি বাস পরিষেবাও চালু করছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম ।

এনজেপি থেকে নামমাত্র খরচে সরকারি বাসে পৌঁছানো যাবে পাহাড়ে (নিজস্ব চিত্র)

এছাড়াও জানা গিয়েছে, যেকোনও পরিবার, টিম কিংবা সংস্থা চাইলে 30 সিটের বাসের সব আসনই বুক করে নিতে পারে । এছাড়া কয়েকটি পরিবার মিলেও সেই বাস বুক করা যেতে পারে । এনজেপি স্টেশনের বাইরে ছাড়াও শিলিগুড়ি তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকেও এই ট্যাক্সি বাস পরিষেবা মিলবে । এই বাস বুকিংয়ের খরচ 8 হাজার টাকা । মাথাপিছু টিকিট মূল্য 270 টাকা । সেই জায়গায় এনজেপি থেকে চারচাকা গাড়ি রিজার্ভ করলে কার্শিয়াং কিংবা দার্জিলিংয়ের জন্য খরচ পড়ে অন্তত চার হাজার টাকা ।

এই বিষয়ে নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, "অনেক পর্যটকদেরই এনজেপি রেল স্টেশন পৌঁছালে গাড়ি রিজার্ভ করে পাহাড়ে যেতে হয় । আবার জংশন কিংবা তেনজিং নোরগে বাস টার্মিনাস থেকে শেয়ার ট্যাক্সি বা গাড়ি রিজার্ভ ছাড়া পর্যটকরা যেতে পারেন না । এতে অনেক পর্যটকদের অসুবিধা হয় । আবার অনেক বড় টিম বা পরিবার এলে তাদের একসঙ্গে গাড়ি রিজার্ভ করাও বিপুল খরচের ব্যাপার । সেই জন্যই এই ট্যাক্সি বাস পরিষেবা চালু করা হয়েছে ।"

নিগমের ডিরেক্টর দীপঙ্কর পীপলাই বলেন, "পাহাড়ে মূলত বড় বাস চলতে পারে না । সেজন্য এই ছোট বাস বা ট্যাক্সি বাস চালানো হচ্ছে । অনলাইনে অনায়াসে এই বাসের টিকিট বুকিং করা যাবে ।"

ABOUT THE AUTHOR

...view details