পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোবর-আঠা দিয়ে বাগদেবীর মণ্ডপ, মনের শুদ্ধিকরণের জন্য সমাজকে বিশেষ বার্তা শিল্পীর - শিল্প

Saraswati Puja 2024: গোবর ও আঠার সাহায্যে অভিনব শিল্পভাবনা ফুটিয়ে তোলা হয়েছে সরস্বতীর মূর্তি ও মণ্ডপসজ্জায়। হুগলির পোলবার অন্তর্গত সুগন্ধার শঙ্করবাটিতে নারী শক্তি ক্লাবের উদ্যোগে বাগদেবীর আরাধনা করা হয়েছে ৷ মনের শুদ্ধিকরণ কী কী কারণে হয় সেটাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের থিমে।

গোবর ও আঠা দিয়ে তৈরি বাগদেবীর মণ্ডপ
Saraswati Puja 2024

By ETV Bharat Bangla Team

Published : Feb 14, 2024, 1:46 PM IST

গোবর আঠা দিয়ে বাগদেবীর মণ্ডপ

পোলবা, 14 ফেব্রুরারি: বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি। সকাল সকাল স্নান সেরে অঞ্জলি দেওয়া থেকে স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়ার আনন্দই আলাদা। সেই সরস্বতী পুজোয় শুদ্ধিকরণের থিম তুলে ধরে তাক লাগিয়েছেন এক শিল্পী। প্রাচীনকাল থেকেই গোবর ও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ হয়ে আসছে হিন্দু শাস্ত্র মতে। সেই চিন্তা থেকেই গোবর দিয়ে ঠাকুর ও মণ্ডপসজ্জা ফুটিয়ে তুলেছেন সুগন্ধার শিল্পী শুভনাথ মল্লিক। বর্তমানে গোবরকে সার ছাড়াও মাটির বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেই ফেলে দেওয়া গোবর ও আঠা সরস্বতীর মূর্তি ও মণ্ডপ তৈরির কাজে লাগানো হয়েছে। যা দেখে হতবাক সকলেই।

সুগন্ধার শঙ্করবাটিতে নারী শক্তি ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। সেখানেই শিল্পীর হাতের জাদুতে গোবর দিয়ে মূর্তি, মডেল, প্রদীপ ও নকশা তুলে ধরা হয়েছে। প্রায় এক বছরের পরিকল্পনা ও পরিশ্রমে ফুটে উঠেছে এই মণ্ডপ। পাড়ার কিশোর, মহিলা ও একাধিক শিল্পী এই কাজে হাত লাগিয়েছেন। শিল্পীর দাবি, মনের শুদ্ধিকরণ কী কী কারণে হয় সেটাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের থিমে। আগামিদিনে ইচ্ছে গোবর দিয়েই বড় কিছু কাজ করার।

শিল্পী শুভনাথ মল্লিক বলেন, "গোটা মণ্ডপ গোবর দিয়ে তৈরি। আঠা, কাপড় ও গোবর লাগিয়ে তৈরি করা হয়েছে মণ্ডপ। থিমের নাম শুদ্ধিকরণ। মা গঙ্গা ও শিবের মূর্তিও তৈরি করা হয়েছে। অন্যদিকে, মনের শুদ্ধিকরণের জন্য সমাজের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেমন শিশুর অম্লান হাসি, ভগবানের প্রতি শ্রদ্ধা, দান, ভ্রমণ ও নাচ-গানের মতো অভ্যাসগুলি শিল্পের ছোঁয়ায় ফুটিয়ে তুলেছি। শিল্পীর ভাবনা গ্রাম বাংলায় গোবর ফেলে নষ্ট করা হয়। সেই গোবরকে কাজে লাগানোর জন্য এই চিন্তাভাবনা নেওয়া হয়েছে।

এখানে গোবরকে কাজে লাগিয়ে সরস্বতীর মূর্তি তৈরি করা হয়েছে। শিল্পীর ভাষায় মা সরস্বতীর রূপ দিয়েছেন শিশুবাণী রূপে। মণ্ডপের মা যেন শিশু সরস্বতী রূপে বীণা বাজাচ্ছেন। গোবরের রংকে অপরিবর্তিত রেখে বিভিন্ন মডেলে নানা রংয়ের ব্যবহার করেছেন শিল্পী।

আরও পড়ুন:

  1. সরস্বতীর আরাধনার দিনে দুই বঙ্গেই বৃষ্টির পূর্বাভাস, জানাল হাওয়া অফিস
  2. প্রেমের মরশুম থেকে সরস্বতী পুজো ও বিয়েবাড়ি, ফুলের দামে হাত পুড়ছে আমজনতার
  3. সরস্বতী পুজোয় এক টুকরো শান্তিনিকেতনের থিম চট্টগ্রামে

ABOUT THE AUTHOR

...view details