পোলবা, 14 ফেব্রুরারি: বাগদেবীর আরাধনায় মেতে উঠেছে আট থেকে আশি। সকাল সকাল স্নান সেরে অঞ্জলি দেওয়া থেকে স্কুলে গিয়ে খিচুড়ি ভোগ খাওয়ার আনন্দই আলাদা। সেই সরস্বতী পুজোয় শুদ্ধিকরণের থিম তুলে ধরে তাক লাগিয়েছেন এক শিল্পী। প্রাচীনকাল থেকেই গোবর ও গঙ্গা জল দিয়ে শুদ্ধিকরণ হয়ে আসছে হিন্দু শাস্ত্র মতে। সেই চিন্তা থেকেই গোবর দিয়ে ঠাকুর ও মণ্ডপসজ্জা ফুটিয়ে তুলেছেন সুগন্ধার শিল্পী শুভনাথ মল্লিক। বর্তমানে গোবরকে সার ছাড়াও মাটির বিকল্প হিসাবে ব্যবহার করা হচ্ছে। সেই ফেলে দেওয়া গোবর ও আঠা সরস্বতীর মূর্তি ও মণ্ডপ তৈরির কাজে লাগানো হয়েছে। যা দেখে হতবাক সকলেই।
সুগন্ধার শঙ্করবাটিতে নারী শক্তি ক্লাবের উদ্যোগে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে। সেখানেই শিল্পীর হাতের জাদুতে গোবর দিয়ে মূর্তি, মডেল, প্রদীপ ও নকশা তুলে ধরা হয়েছে। প্রায় এক বছরের পরিকল্পনা ও পরিশ্রমে ফুটে উঠেছে এই মণ্ডপ। পাড়ার কিশোর, মহিলা ও একাধিক শিল্পী এই কাজে হাত লাগিয়েছেন। শিল্পীর দাবি, মনের শুদ্ধিকরণ কী কী কারণে হয় সেটাই তুলে ধরা হয়েছে এই মণ্ডপের থিমে। আগামিদিনে ইচ্ছে গোবর দিয়েই বড় কিছু কাজ করার।