কলকাতা, 5 জুলাই: মার্কিন যুক্ত রাষ্ট্রের 16 তম রাষ্ট্রপতি আব্রাহাম লিংকন বলেছিলেন, "যার মা আছে, সে কখনও গরিব নয়"। মাতৃহারা নরেন্দ্র মোদিকে মাতৃ দিবসের মা হীরাবেন মোদির কথা মনে করিয়ে দিয়েছিলেন চন্দননগরের বাসিন্দা দীপতনু মুখোপাধ্যায়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর মায়ের একটি পেন্সিল স্কেচ এঁকে চর্চায় আসেন। এবার দিল্লি থেকে চন্দননগরের বাসিন্দা দীপতনু মুখোপাধ্যায়কে শুভেচ্ছা বার্তা পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এই বিষয়ে ইটিভি ভারতের তরফে যোগাযোগ করা হয় দীপতনু মুখোপাধ্যায়ের সঙ্গে ৷ তিনি জানান, প্রধামন্ত্রীর পাঠানো এই চিঠি তাঁর কাছে 'লাইফ টাইম অ্যাচিভমেন্ট'। তিনি বলেন, "একজন বিজেপি সমর্থক হয়ে আমি আমার আঁকা ছবিটি নিয়ে প্রধানমন্ত্রীর সভায় গিয়েছিলাম। লক্ষ লক্ষ মানুষের মধ্যে তাঁর যে আমার ছবিটি চোখে পড়বে এবং তিনি সেটি গ্রহণ করবেন তা ভাবতে পারিনি ৷ এরপর তিনি আমাকে শুভেচ্ছা বার্তা পাঠালেন, এটা আমি সত্যিই আশা করিনি। নির্বাচনী প্রচারের মঞ্চ থেকে অনেকে অনেকেই অনেক প্রতিশ্রুতি দেন ৷ কিন্তু ক'জনই বা সেই প্রতিশ্রুতি রাখতে পারেন! তবে কথা রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমি এর জন্য অত্যন্ত গর্বিত এবং আনন্দিত।"
তিনি আরও বলেন, "প্রধানমন্ত্রীর দেওয়া একটি সাক্ষাৎকারে উনি বলেছিলেন যে এই লোকসভা নির্বাচনে মা তাঁর সঙ্গে নেই। এই কথাটা আমার মন ছুঁয়ে গিয়েছিল। তখনই চিন্তা করি যে প্রধানমন্ত্রী এবং তাঁর মায়ের এক সঙ্গে একটি ছবি আঁকব। চিঠির উত্তরে ধন্যবাদ জানিয়ে চিঠি পাঠাব প্রধানমন্ত্রীকে ৷ তার সঙ্গে আমার আঁকা একটি ছবিও পাঠাব ৷ তবে কি আঁকব সেটা এখনও ঠিক করিনি ৷"