পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সরকারি ধান ভাঙাতে কুইন্টাল পিছু খরচ বাড়ল, বদল মজুরিতেও - RICE MILL CHARGE INCREASED

চাল কল সংগঠন ও খাদ্য দফতরের সচিবের উপস্থিতিতে বৈঠক ৷ আলোচনায় চালকল মালিকদের দাবিকে মান্যতা দেওয়ার সিদ্ধান্ত মুখ্যসচিব মনোজ পন্থের ৷

RICE MILL CHARGE INCREASE
সরকারি ধান ভাঙাতে কুইন্টাল পিছু খরচ বাড়ল 10 টাকা ৷ (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Nov 10, 2024, 5:55 PM IST

কলকাতা, 10 নভেম্বর: খুব শীঘ্রই প্রতি কুইন্টাল ধান ভাঙানোর জন্য সরকারকে বাড়তি 10 টাকা খরচ করতে হবে ৷ আজ মুখ্যসচিব মনোজ পন্থ এবং চালকল মালিকদের সংগঠনের বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে ৷ যে বৈঠকে উপস্থিত ছিলেন খাদ্য দফতরের সচিব পারভেজ সিদ্দিকি ৷ সরকারের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে খাদ্য দফতরকে অফিসিয়ালি সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হবে ৷

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চালকল মালিকদের তরফে দাবি করা হচ্ছিল, সরকারের যে ধান তাঁরা ভাঙাচ্ছেন, তার দাম বাড়ানো হোক ৷ কারণ, প্রতি কুইন্টাল ধান ভাঙিয়ে চাল বের করতে যে খরচ হয়, সরকারের দেওয়া টাকা তার অনেক কম ৷ ফলে ক্ষতি হচ্ছিল বলে দাবি করে চালকল মালিকদের সংগঠন ৷ সেই নিয়েই আজ ত্রিপাক্ষিক বৈঠক হয় ৷

সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সরকারি ধান ভাঙিয়ে চাল বের করতে কুইন্টাল প্রতি 10 টাকা বাড়ানো হচ্ছে ৷ অর্থাৎ, আগে এক কুইন্টাল ধান ভাঙানোর ক্ষেত্রে 30 টাকা দিত সরকার ৷ এবার তার বদলে 40 টাকা প্রতি কুইন্টাল দেওয়া হবে ৷ মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন, খুব দ্রুত সরকারের তরফে খাদ্য দফতরকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে বিজ্ঞপ্তি জারি করা হবে ৷ তারপর, খাদ্য দফতর সরকারের সিদ্ধান্তকে বাস্তবায়িত করতে আরেকটি বিজ্ঞপ্তি জারি করবে ৷

বেঙ্গল রাইস মিল অ‌্যাসোসিয়েশনের তরফে বলা হয়েছে, এতদিন চালকলের মালিকরা প্রতি কুইন্টাল ধান ভাঙাতে 30 টাকা করে পেতেন ৷ যা খরচের অনেক কম ৷ তাঁরা দীর্ঘদিন এই দাম বাড়ানোর দাবি করছিলেন ৷ আজ আলোচনার মাধ্যমে 10 টাকা প্রতি কুইন্টাল ধানে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

এর পাশাপাশি আরও একটি সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ ধান ভাঙিয়ে যে চাল বের করা হয়, তা বস্তায় ভরার জন্য আলাদা শ্রমিক রয়েছেন ৷ তাঁদেরও মজুরি বাড়ানো হয়েছে ৷ তাঁদের ক্ষেত্রে প্রতি কুইন্টাল চালে 2 টাকা মজুরি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ৷ উল্লেখ্য, আগে শ্রমিকরা প্রতি কুইন্টাল চাল ভরার জন্য 10 টাকা মজুরি পেতেন ৷ এবার দু’টাকা বাড়িয়ে মজুরি 12 টাকা করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details