কলকাতা, 2 অগস্ট: মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের এক ডাক্তারি পড়ুয়ার রহস্য মৃত্যুতে বিচার চেয়ে হাইকোর্টে বাবা। গত বছর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের হোস্টেলে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মৃতদেহ উদ্ধার হয় তনুশ্রী গোস্বামীর (23)। পুলিশ আত্মহত্যা বলে দাবি করে। কিন্তু, ঘটনার পরে মৃতের পরিবার জানতে পারে, সেখানকার একজন অধ্যাপক ও কয়েকজন পড়ুয়া তনুশ্রীকে কোনও কারণে বেশ কিছুদিন ধরে ব্ল্যাক মেল করছিল । দীর্ঘ মানসিক চাপে, অবসাদে তিনি ভুগছিলেন ।
পেশায় কেন্দ্রীয় বাহিনীর জওয়ান তরুণীর বাবার অভিযোগ, এক বছর আগে মেয়ে মারা গেলেও পুলিশ এত দিনেও পরিবারের লোকের জবানবন্দী নেয়নি । এমন কি, থানায় অভিযোগ জানানোর পরেও পুলিশ অভিযুক্তদের জেরা করেনি । মৃতের মোবাইলের কল লিস্ট পরীক্ষাও করেনি । এই ঘটনায়, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশ, মোবাইলের কলের তালিকা পরীক্ষা করতে হবে । পরিবারের গোপন জবানবন্দী নিতে হবে পুলিশকে । 29 অগস্ট আদালতকে নতুন করে রিপোর্ট দিতে হবে পুলিশকে।