পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুনে গ্রেফতার 5, রাজনৈতিক যোগ ওড়াল পুলিশ - Murshidabad TMC workers Murder - MURSHIDABAD TMC WORKERS MURDER

Murshidabad TMC workers Murder Case: মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুনে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে ৷ ধৃত ব্যক্তিদের নাম খয়ের শেখ, ইনজামামুল শেখ, জেনারুল শেখ, মাহফুজা খাতুন এবং আনারুল শেখ।

Murshidabad TMC workers Murder Case
মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুন (নিজস্ব চিত্র)

By ETV Bharat Bangla Team

Published : Aug 28, 2024, 5:46 PM IST

লালগোলা, 28 অগস্ট: মুর্শিদাবাদের লালগোলা থানার শিতেশনগর গ্রামে এক তৃণমূল কর্মী খুনের ঘটনায় পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ব্যক্তিদের 10 দিনের পুলিশ হেফাজতের আবেদন করে বুধবার তাদের লালবাগ আদালতে পেশ করা হচ্ছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তিদের নাম খয়ের শেখ, ইনজামামুল শেখ, জেনারুল শেখ, মাহফুজা খাতুন এবং আনারুল শেখ।

মুর্শিদাবাদে তৃণমূল কর্মী খুন (ইটিভি ভারত)

পুলিশ সূত্রের খবর, ধৃত ব্যক্তিরা গত কয়েকদিন ধরে সাগরদিঘি থানার একটি গোপন ডেরাতে লুকিয়ে ছিল ৷ সেখান থেকেই তাদের গ্রেফতার করা হয় ৷ প্রসঙ্গত, গত 25 তারিখ কিছু কাজ সেরে বাড়ি ফেরার সময় শিতেশনগর ঘাটের কাছে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয় তৃণমূল কর্মী হাজিকুল শেখকে। এই খুনের ঘটনায় নাম জড়িয়ে যায় তার নিজের ভাই খয়ের শেখ-সহ পরিবারের আরও কয়েকজন সদস্যের। ধৃত ইনজামুল, জেনারুল এবং মাহফুজা সম্পর্কে খয়ের শেখের দুই ছেলে এবং এক মেয়ে।

আনারুল সম্পর্কে খয়ের শেখের জামাই বলে জানা গিয়েছে। বুধবার এক সাংবাদিক বৈঠক করে এসডিপিও (ভগবানগোলা) উত্তম গড়াই বলেন, "খুনের ঘটনার পর অভিযুক্তদেরকে খুঁজে বের করার জন্য লালগোলা থানার ভারপ্রাপ্ত আধিকারিকের নেতৃত্বে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছিল। তারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে।" এসডিপিও দাবি করেছেন, জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই খুন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই বলেও দাবি পুলিশ আধিকারিকের।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত হাজিকুলের সঙ্গে তার ভাইদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। এর আগেও একাধিকবার ভাইদের মধ্যে গন্ডগোলের জেরে তার উপর হামলার ঘটনা ঘটেছে। এসডিপিও দাবি করে বলেন, "জমি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এই খুন। এর সঙ্গে রাজনীতির কোনও সম্পর্ক নেই। মৃত হাজিকুলের সঙ্গে তার ভাইদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিবাদ চলছিল। এর আগেও একাধিকবার ভাইদের মধ্যে গন্ডগোল হয়েছে ৷ হামলার ঘটনাও ঘটেছে।"

ABOUT THE AUTHOR

...view details