পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মদ্যপ অবস্থায় বচসা, বন্ধুর হাতে কেরলে খুন মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক !

Migrant Worker Killed: মদ্যপ অবস্থায় বচসার জেরে ভিন রাজ্যে কাজে গিয়ে বন্ধুকে খুনের অভিযোগ পরিযায়ী শ্রমিকের বিরুদ্ধে ৷ মৃত যুবক মুর্শিদাবাদের বাসিন্দা ৷ অভিযুক্ত শিলিগুড়ির ৷ যুবকের মৃত্যুর খবর পেয়ে শোকের ছায়া নেমে এসেছে বাড়িতে ৷ চলছে দেহ আনার তোড়জোড় ৷

Migrant Worker death
মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিক

By ETV Bharat Bangla Team

Published : Feb 7, 2024, 3:32 PM IST

মুর্শিদাবাদ, 7 ফেব্রুয়ারি: ভিনরাজ্যে কাজে গিয়ে বন্ধুর হাতে খুন পেশায় শ্রমিক মুর্শিদাবাদের যুবক। মৃত যুবকের নাম রাকিবুল ইসলাম। তিনি ইসলামপুর থানার গোয়াস কালিকাপুর গ্রামের বাসিন্দা ৷ কেরলের এর্নাকুলাম জেলার মুভাত্তুপুঝা এলাকায় কাজে গিয়েছিলেন ওই যুবক। সেখানে রাকিবুলকে খুন করে শিলিগুড়ির এক যুবক ৷ সেও পেশায় শ্রমিক ৷ যদিও অভিযুক্তের নাম পরিচয় এখনও স্পষ্ট নয়।

জানা গিয়েছে, নেশাগ্রস্ত অবস্থায় দুই বন্ধুর মধ্যে বচসা হয় ৷ আর তার জেরেই এক বন্ধু অপর বন্ধুকে খুন করে বলে অভিযোগ উঠেছে । ঘটনার পর স্থানীয় থানার পুলিশ দেহ উদ্ধার করে বলেও জানা গিয়েছে । এর আগেও এমন ঘটনা ঘটেছে ৷ ভিন রাজ্যে কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবর বারংবার সামনে আসছে । কখনও কাজ চলাকালীন পড়ে গিয়ে মৃত্যু, তো কখনও খুনের ঘটনা প্রায়শই খবরের শিরোনামে আসে। এমন পরিস্থিতি ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটল ।

প্রাথমিকভাবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মুর্শিদাবাদের রাকিবুল ইসলাম এবং শিলিগুড়ির এক শ্রমিক (যার পরিচয় এখনো অজানা) দু'জনেই মদ্যপ অবস্থায় ছিলেন ৷ সেই সময় কোনও এক কারণবশত দু'জনের মধ্যে বচসা বাঁধে ৷ আর তার জেরেই রাকিবুল ইসলামকে খুন করে শিলিগুড়ির ওই শ্রমিক । কেরল পুলিশের পক্ষ থেকে মৃত্যুর খবর জানানো হয় মুর্শিদাবাদে । মৃত্যুর খবর পাওয়া মাত্রই শোকের ছায়া নেমে আসে রাকিবুলের পরিবারে ৷ শোকাহত পরিবার এখন রাকিবুল ইসলামকে শেষ দেখার অপেক্ষায় রয়েছে । তাঁর দেহ আনা হচ্ছে মুর্শিদাবাদের বাড়িতে ৷

অন্যদিকে সূত্রের খবর, অভিযুক্ত যুবককে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করেন সঙ্গে থাকা অন্যান্য শ্রমিকরা ৷ সেখানে অভিযুক্ত খুনের কথা অস্বীকার করেন ৷ তিনি পুরো বিষয়টিকে দুর্ঘটনা বলে জানিয়েছেন ৷

আরও পড়ুন:

  1. বাংলার পরিযায়ী শ্রমিককে কেরলে গলা কেটে খুন, হত্যার পর দেহ পুঁতে দিল বন্ধুরা !
  2. অগ্রিম শোধ না করায় মেলেনি বাড়ি ফেরার অনুমতি, ভিনরাজ্যে মৃত্যু মালদার পরিযায়ী শ্রমিকের!
  3. সাড়ে চার হাজার টাকার জন্য ঠিকাদারকে 'খুন', কাঠগড়ায় পরিযায়ী শ্রমিক

ABOUT THE AUTHOR

...view details